Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

(সৃষ্টি সাহিত্য যাপন)
#ভাল_থাকা  [৩]
আজ পহেলা বৈশাখ তোমার জন্মদিনের শুভেচ্ছা নিও আরও বুড়ো হ'লে তুমি বনষ্পতির মতো কিছু সত্য আর কিছু মিথ্যা এই নিয়েই জীবনের ঝটিকা সফর কার জোর বেশি ভাবিনি কখনও তুমিও কি ভেবেছিলে একে একে জন্ম নিল অ…

 


(সৃষ্টি সাহিত্য যাপন)


#ভাল_থাকা  [৩]


আজ পহেলা বৈশাখ 

তোমার জন্মদিনের শুভেচ্ছা নিও 

আরও বুড়ো হ'লে তুমি 

বনষ্পতির মতো 

কিছু সত্য আর কিছু মিথ্যা 

এই নিয়েই জীবনের ঝটিকা সফর 

কার জোর বেশি ভাবিনি কখনও 

তুমিও কি ভেবেছিলে 

একে একে জন্ম নিল অর্ক শশী 

তুমি ভেবে নিলে কতকিছু এরমাঝে

সত্য আর মিথ্যার মাঝখানে কি থাকে জানো 

তাকে বলে অভিনয় আর অবিশ্বাস 

অভিনয় ক'রে কতক্ষণ আর থাকা যায়

সাজঘরে আসতেই হয় নিজেকে

মুখোমুখি বসি আয়নার সামনে 

একা একা মুছে ফেলি লুকোনো বয়স ।

তুমি তিলোত্তমাকে নিয়ে এত চিন্তিত কেন 

ওকে ওর মতো ভাবতে দাও বিয়ে নিয়ে 

তুমি ওকে ইগনোর করবে 

আমার কথা তো শোনোনি কোনোদিন। 

গরমের ছুটিতে ভাবছি দার্জিলিঙে যাবো

শশী আর অর্ককে দেখে আসব ।

যখন একা থাকি কত কথা ভাবি 

এতো মেঘ জ'মে থাকে হৃদয় আকাশে

একটু বৃষ্টি হ'লে ভাল হ'তো । 


তোমার চিঠি পেলাম ।

অনেক ফুল ফুটেছে বাগানে 

এত রঙের যে জবা হ'তে পারে দেখিনি আগে 

স্থলপদ্ম, সূর্যমুখী, গন্ধরাজ, সন্ধ্যামালতী 

তোমার পছন্দের বেল-জুঁই সব আছে 

কিছুদিনের জন্য অফিসের কাজে বাইরে যেতে হবে

দিল্লি আর গুরুগ্রাম

কবে যে যুদ্ধ থামবে ইউক্রেনে

উলুখাগড়াদের প্রাণ যাচ্ছে 

কে ঠিক কে-ই বা বেঠিক

এর বিচার কে করে 

যে যার নিজের মতো বিচার করে 

বিচার করা কি এতই সহজ 

আইন থাকলেই কি যথার্থ বিচার হয়?

আর তাছাড়া অনুতাপ-ই কি সবকিছু !

সত্য মিথ্যার মাঝখানে যে অবিশ্বাস 

তা পূতিগন্ধময় 

তা ভাগারের মতো ।

প্রেম ভালোবাসা তো অনেক পরের ব্যাপার 

অর্থের চাহিদা কার না আছে

কিন্তু সংযমের চাহিদা !

এ ছাড়া তো মানুষ নষ্ট হ'য়ে যায় 

আমরা সবাই 

একটু একটু ক'রে নষ্ট হ'য়ে যাচ্ছি 

ওরা যেন নষ্ট না হয়। শুভ বাংলা নববর্ষ । ভাল থেকো।


********

#দীপকমুখোপাধ্যায় 

১ বৈশাখ ১৪২৯