সৃষ্টি সাহিত্য যাপন কবিতা "মধ্যবিত্ত কথা"সুনীল বণিক।১৪|৪|২০২২ *****************মধ্যবিত্তদের সব কিছুই মাঝ পথে থেকে যাওয়া মাঝ পথে থেমে যাওয়া-----যেমন আমি,আমরা অনেকেই।
আমি, না কবি না অকবিনা শিক্ষিত না অশিক্ষিত না ঘরের না ঘা…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা
"মধ্যবিত্ত কথা"
সুনীল বণিক।
১৪|৪|২০২২
*****************
মধ্যবিত্তদের সব কিছুই
মাঝ পথে থেকে যাওয়া
মাঝ পথে থেমে যাওয়া-----
যেমন আমি,আমরা অনেকেই।
আমি, না কবি না অকবি
না শিক্ষিত না অশিক্ষিত
না ঘরের না ঘাটের-------
এই মাঝামাঝি যন্ত্রণা দায়ক
জীবনটাকে বয়ে চলা।
না প্রয়োজন না প্রিয়জন
না ধনী না গরীব
না জীবিত না মৃত-----‐
না সুখী না অসুখী
অনেকটা পাথরের মতো।
না সামাজিক না অসামাজিক
না যোগ্য না অযোগ্য
না সংসারী না সন্ন্যাসী
মাঝ দরিয়ায় নৌকা যেমন----
না যাওয়া না আসা
ভেসে থাকাই শুধু।।