Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন।কবিতা - গ্লানি।কবি - সোমনাথ উপাধ‍্যায়।তাং- 14/04/23
কতদিন আর সইব,কতদিন আর বইব তোকে ঘাড়ে?বলল বাবা বেকার ছেলের কানের কাছে জোরে।
অনেক হলো লেখাপড়া এবার কিছু করো,পেনশনধারী বাবার হোটেল থাকবেনা চিরতর!
বলল "খোকা&quo…

 


সৃষ্টি সাহিত্য যাপন।

কবিতা - গ্লানি।

কবি - সোমনাথ উপাধ‍্যায়।

তাং- 14/04/23


কতদিন আর সইব,কতদিন আর বইব তোকে ঘাড়ে?

বলল বাবা বেকার ছেলের কানের কাছে জোরে।


অনেক হলো লেখাপড়া এবার কিছু করো,

পেনশনধারী বাবার হোটেল থাকবেনা চিরতর!


বলল "খোকা" বাবার তরে মিটিমিটি হেসে,

বুঝতে পারছি বাপের হোটেল বন্ধ হবে শেষে।


জান বাবা, আগেভাগেই করেছিলাম আঁচ!

ঠিক করেছি দুদিন আগে জবরদস্ত এক কাজ।


সে কি খোকা খুশির খবর বলিসনিতো আগে!

খোকার মা শুনছো খোকা সকার হল তবে!


পাশের বাড়ির মন্ডল বাবু বলত আমায় রোজ,

গুন্ডা নাকি আমার ছেলে,আমার মানুষ করার দোষ।


বলতো খোকা সারা জীবন চাকরির পর শেষে,

শুনতে কি আর ভালোলাগে!ওরা ব‍্যঙ্গ করে হাসে!


বলল খোকা নিচু গলায়,"বাবা সবকিছু আমি জানি"

আমার জন‍্য হতে হবেনা আর কোন হয়রানি।


ছোট থেকেই ফাস্ট হয়েছি তোমার কথামতো 

তোমার কথাই ভেবে কভু বাইনা করিনিতো!


বন্ধুরা কেউ চরছে বাইক কিংবা দেখো গাড়ি,

তোমার দেওয়া সাইকেলেতেই আজও ভরসা করি।


ব্রাম্ভণ তাই হলোনাকো উচ্চশিক্ষা পড়া

"রিজার্ভেশন" ভেঙে দিল আমার স্বপ্ন-ঘড়া।


আমিও হতাম ডাক্তার যদি সঠিক বিচার পেতাম।

না হয়,টাকা দিয়ে বেসরকারী কোন কলেজ কিনে নিতাম!


সাধারণ আমি কেরানির ছেলে করবো বেশি কি!

তাইতো গতকাল গুন্ডাদলে নাম লিখিয়েছি।


কেমিস্ট্রি অনার্স শুনে চাকরিটা দিয়ে দিল,

কাল রাতের ওই বোমা! আমারই বাঁধা ছিল।


টাকার কোন চিন্তা নেই, করবো সব ঠিক

যদি কোনো দিন না ফিরি, তবে নিভিয়ে দিও দীপ।