Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম-খেয়া-সেরা-সাহিত্য-সম্মাননা

।। বন্দী অন্তর্জালে ।।
      নিবারণ চন্দ্র দাস      ৩১/০৩/২০২২
ভুলে যাই পিতা মাতা কর্মভার দায় দায়িত্ব বোধ,ভুলে যাই সংসারের কর্তব্য কর্ম,ঋণ পরিশোধ।পড়া শোনা ভুলে যাই ভুলি নাওয়া খাওয়া,অন্তর্জাল করে গ্রাস সব চাওয়া পাওয়া।
চিঠিপত…

 


।। বন্দী অন্তর্জালে ।।


      নিবারণ চন্দ্র দাস

      ৩১/০৩/২০২২


ভুলে যাই পিতা মাতা কর্মভার দায় দায়িত্ব বোধ,

ভুলে যাই সংসারের কর্তব্য কর্ম,ঋণ পরিশোধ।

পড়া শোনা ভুলে যাই ভুলি নাওয়া খাওয়া,

অন্তর্জাল করে গ্রাস সব চাওয়া পাওয়া।


চিঠিপত্র গ্রন্থরাজি ব্রাত্য আজ ব্রাত্য লেখাপড়া,

টেলিফোন মুঠোফোন ল্যাপটপ যত নষ্টের গোড়া।

নিদ্রাহীন কাটে নিশি নীরবে বিসর্জন কত না প্রহর,

নেশাগ্রস্ত নবীন প্রবীন বাল্য কৈশোর পৃথ্বী থরোথর।


বিনষ্ট সম্পর্করাশি ছিন্ন মমতা স্নেহ মায়া,

অন্তর্জাল বীজ বোনে, ফেলে কালো ছায়া।

অন্তর্জালে বন্দী মন করে আনচান,

লুকিয়ে চোখের জলে কত অভিভান।


তোমার সাথে পরিচয় হল অন্তর্জালে বন্দী হয়ে,

তুমি গেছো বারে বারে মোর হৃদয় মনন ছুঁয়ে।

তোমার প্রেরণা আশীর্বাদ সঞ্চারিত আমার সৃজনে,

মুঠোফোনে কত নতুন বন্ধু তোমায় পড়ে না মনে।


মত্ত হয়ে রই ল্যাপটপ মোবাইল কম্পিউটার স্ক্রিনে,

ভেসে ওঠে না তোমার মুখ যেমন আসত বিগত দিনে।

পরম সুহৃদ আরাধ্য ছিলে বন্ধু সখা একদিন,

আজকে ভুলেছি তোমার স্নেহ ভালোবাসার ঋণ।


নয়তো আমি কাব্য দীনাতিদিন অভাজন,

মুঠো ফোন গড়ে সম্পর্ক, গড়ে কত বিভাজন।

ভোলায় কর্ম নিশিদিন রাখে যেন কোন্ ঘোরে,

চমকে তাকাই সারারাত জেগে সূর্যোদয়ের ভোরে।


ভালো ও মন্দ মাঝে, মন্দেরে যদি ধরি,

এ জীবন হবে শূণ্য অন্তর্জাল নেবে সব হ'রি।

ফিরে এসো পুরাতন সাথে থাকো অন্তর্জাল,

সুস্থির সুগঠিত পুনর্বার ছিঁড়ে মোহজাল।।

                                -:-