সংবাদদাতা, ডুয়ার্স : ডুয়ার্সের মাল ব্লকের সাইলি চা বাগানে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ১০ বছরের ছাত্রীর। জানা যায়, রাস্তায় জমে থাকা জলের উপর বিদ্যুৎ এর তার পড়েছিল। সেই তারে পা দিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে…
সংবাদদাতা, ডুয়ার্স : ডুয়ার্সের মাল ব্লকের সাইলি চা বাগানে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ১০ বছরের ছাত্রীর। জানা যায়, রাস্তায় জমে থাকা জলের উপর বিদ্যুৎ এর তার পড়েছিল। সেই তারে পা দিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওই বালিকা।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃতা ওই পড়ুয়ার নাম প্রিয়া টোপ্পো।বাগানের চেল লাইন পার্শ্ববর্তী মানসা বিদ্যালয়ের ছাত্রী । স্থানীয়দের অভিযোগ বিদ্যুৎ দফতরের গাফিলতির জেরে এই দুর্ঘটনা। মৃতা ছাত্রী চেল লাইন এলাকার বাসিন্দা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বাগানের ফ্যাক্টারি ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকরা এবং মালবাজার থানার পুলিশ।
বাগানের ফ্যাক্টারি ম্যানেজার সাইনাথ প্রধান বলেন,"অত্যন্ত দুঃখজনক ঘটনা।খবর পেয়ে আমরা এসেছি।বিদুৎ দফতরের সঙ্গে কথা হয়েছে।তারা বিষয়টি খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে"।
রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চিক বড়াইক বলেন, খুব দুঃখ জনক ঘটনা। মৃতের পরিবারের পাশে আছি আমরা। উপযুক্ত ক্ষতিপুরণ যাতে পায় এই পরিবার তার চেষ্টা করছি। পাশাপাশি বিদ্যুৎ এর তার মেরামতেরও দাবি জানানো হয়েছে বিদ্যুৎ দপ্তরকে।
মালবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুশীল কুমার প্রসাদ বলেন, প্রায় ৪ ঘন্টা পর মৃত ছাত্রীর দেহ উদ্ধার করা হয়"।
বাগানের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অর্জুন ছেত্রী দাবি করেন সেভাবে কোনো ঝড় বৃষ্টি বা গাছের ডাল ভাঙেনি,কেবল মাত্র তার ছিড়ে পড়ে এতবড় ঘটনা।বিদ্যুৎ দফতরের গাফিলতির জেরে এই ঘটনা।বিদ্যুৎ দফতরের এসবে কোনো নজর নেই।
এরপর মৃতদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয়েছে।
উপস্থিত ছিলেন মালবাজার পুলিশের এস ডি পি ও রবীন থাপা, আই সি সুজিত লামা।