Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বৃটিশ আমলের উদ্বোধনের স্কুল শতবর্ষে পদার্পণ করল কোলাঘাটে কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়

বাবলু বন্দ্যোপাধ্যায় , কোলাঘাট১৯২৩ সালের ২৩শে এপ্রিল পথ চলা শুরু। কোলা ইউনিয়ন হাই স্কুলের উদ্বোধন করেছিলেন কুক সাহেব নামে এক বৃটিশ প্রশাসক। তারপর প্রায় ১০০ টি বছর কেটে গেছে। রূপনারায়ণের বিরামহীন স্রোতধারার মত বয়ে গেছে কত স্ম…বাবলু বন্দ্যোপাধ্যায় , কোলাঘাট

১৯২৩ সালের ২৩শে এপ্রিল পথ চলা শুরু। কোলা ইউনিয়ন হাই স্কুলের উদ্বোধন করেছিলেন কুক সাহেব নামে এক বৃটিশ প্রশাসক। তারপর প্রায় ১০০ টি বছর কেটে গেছে। রূপনারায়ণের বিরামহীন স্রোতধারার মত বয়ে গেছে কত স্মৃতি কত ভালো-মন্দ গৌরবগাথা ইতিহাস।  শনিবার শুরু হলো বর্ষব্যাপী শতবার্ষিকী। কোলাঘাট জুড়ে ঘরে ঘরে বেজে ওঠে শঙ্খ ও উলুধ্বনি। প্রজ্বলিত হয় মোমবাতি, তাদের প্রিয় বিদ্যালয়ের শতবর্ষের মুহূর্তকে আবেগ  উচ্ছ্বাসে  বরণ করে নেয়,বিদ্যালয় এর সঙ্গে যুক্ত প্রাক্তন  ও বর্তমান বিভিন্ন স্তরের মানুষজন। জাতীয় পতাকাও স্কুলের পতাকা উত্তোলন করেন অশীতিপর দুই প্রাক্তন ছাত্র মহাদেব সেনগুপ্ত এবং মঙ্গলময় সরকার।    প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানান এলাকার বিধায়ক বিপ্লব রায় চৌধুরী। বর্তমান প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্য বলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় সংক্ষিপ্ত আকারে শতবর্ষ উদযাপনের সূচনা হলো।  উদযাপন কমিটির পক্ষ থেকে সন্দীপ রায় চৌধুরী বলেন উদযাপনের অন্যতম দিক স্কুলের পঠন পাঠন ও সামগ্রিক উন্নয়ন। সত্তরোর্ধ্ব আনন্দ জৈন আবেগ আপ্লুত হয়ে বলেন আমি সহ আমার তিন প্রজন্ম এই স্কুলের ছাত্র। শিক্ষাদানে এই স্কুল আমাদের মাতৃসম।