Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চা চক্রর আয়োজন তাম্রলিপ্ত পৌর সভায়, দাবি "চা পে চর্চা"র নকল

তাম্রলিপ্ত পৌরসভার সার্বিক উন্নয়ন নিয়ে জনমত জানতে চা চক্রের আয়োজন করেছে ২৩শে এপ্রিল। তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিজেপি বলছে প্রধানমন্ত্রী 'চায়ে পে চর্চা' কে নকল করতে এমন উদ্যোগ।
তাম্রলিপ্ত পৌরসভা এলাকার ভবিষ্যৎ উন্নয…

 


তাম্রলিপ্ত পৌরসভার সার্বিক উন্নয়ন নিয়ে জনমত জানতে চা চক্রের আয়োজন করেছে ২৩শে এপ্রিল। তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিজেপি বলছে প্রধানমন্ত্রী 'চায়ে পে চর্চা' কে নকল করতে এমন উদ্যোগ।


তাম্রলিপ্ত পৌরসভা এলাকার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে শহরবাসীর মতামত জানতে চা চক্র এর আয়োজন করেছে পৌর প্রধান দীপেন্দ্র নারায়ন রায় এবং উপ পৌরপ্রধান লীনা মাভৈঃ রায়। আগামী ২৩ শেষ এপ্রিল তাম্রলিপ্ত পৌরসভার মহেন্দ্র সিং ধোনি এই কর্মসূচিতে হাজির থাকার জন্য বিভিন্ন পেশায় যুক্ত ব্যক্তি স্বেচ্ছাসেবী সংগঠন নাগরিক সংগঠন ও বাজার কমিটির প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তমলুক শহরের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়িত করতে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হবে। তাম্রলিপ্ত পৌরসভা এলাকার উন্নয়নে কি ধরনের কাজ করা প্রয়োজন সেই সম্পর্কে সাধারণ মানুষের মতামত জানতে চা চক্রের আয়োজন করেছে তাম্রলিপ্ত পৌরসভা। আর এই চা চক্র নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন ব্যানার্জি বলেন তাম্রলিপ্ত পৌরসভা পৌর নির্বাচনের আগে মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল সে কাজগুলো আগে করুক, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চায়ে সে চর্চা নকল করতে চাইছে। সার্বিক উন্নয়নের জন্যই এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়। দুজন বিজেপির কাউন্সিলর কে ও আমন্ত্রণ জানানো হয়েছে। তাম্রলিপ্ত পৌরসভার বিজেপি কাউন্সিলর জয়া দাস নায়েক স্বীকার করেছেন তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। শুধু তাই নয় সেই বিরোধী কাউন্সিলরদের পরিচিত সাধারন মানুষদের ও ডাকার জন্য আহ্বান জানিয়েছেন তাম্রলিপ্ত পৌরসভা।