বাবলু বন্দ্যোপাধ্যায় , পূর্ব মেদিনীপুরপৃথিবীর সর্বহারা মানুষের নেতা সমাজতান্ত্রিক বিপ্লবের অন্যতম কারিগর সোভিয়েত ইউনিয়নের শ্রেষ্ঠ নায়ক ভি আই লেনিন এর ১৫৩ তম জন্মবার্ষিকী পালিত হল পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। পূর্ব মেদনীপুর জেল…
বাবলু বন্দ্যোপাধ্যায় , পূর্ব মেদিনীপুর
পৃথিবীর সর্বহারা মানুষের নেতা সমাজতান্ত্রিক বিপ্লবের অন্যতম কারিগর সোভিয়েত ইউনিয়নের শ্রেষ্ঠ নায়ক ভি আই লেনিন এর ১৫৩ তম জন্মবার্ষিকী পালিত হল পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। পূর্ব মেদনীপুর জেলা দপ্তরে মাল্যদান করেন সিপিআই নেতা গৌতম পন্ডা এ আই ওয়াই এফ এর পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক গৌরাঙ্গ কুইল্যা, সিপিআইএর সম্পাদকমণ্ডলীর সদস্য মনোতোষ সামন্ত। এছাড়া তমলুকের নিমতৌড়ি তে লেলিনের মূর্তি তে মাল্যদান করেন এ আই টি ইউ সির জেলা কমিটির সদস্য কার্তিক ঘোষ, অলোক মিশ্র, দীপঙ্কর দে এআইএসএফের জেলা কমিটির সদস্য চৈতন্য কুইল্যা, মৃদুল দে প্রমুখ নেতৃত্ব। গৌরাঙ্গ কুইল্যা বক্তব্য রাখতে গিয়ে তিনি লেলিনের আদর্শ নিষ্ঠা ভাবাদর্শ ভাবাবেগ এবং সমাজতান্ত্রিক বিপ্লব ঘটানোর ক্ষেত্রে যে ভূমিকা নিয়েছিলেন তা ব্যাখ্যা করেন।