শুক্রবার সকালে বাঁশ বাগান থেকে মহিলার মৃতদেহ উদ্ধার। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত ঘোড়াঠাকুরিয়া গ্রামের থেকে মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃতার নাম…
শুক্রবার সকালে বাঁশ বাগান থেকে মহিলার মৃতদেহ উদ্ধার। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত ঘোড়াঠাকুরিয়া গ্রামের থেকে মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃতার নাম ধ্রুপদী মিদ্যা বয়স আনুমানিক 57 বছর। মৃতের বাড়ি রঘুনাথপুর গ্রামে। আজ সকালে ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়। মৃত মহিলার গলায় ও পিঠে আঘাত এর চিহ্ন আছে। তবে কী কারণে মৃত্যু এখনো জানা যায়নি। মৃতদেহ উদ্ধার হওয়া ঘটনাস্থলে থেকে মৃতের বাড়ি প্রায় দুই কিলোমিটার দূরে। তমলুক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে। মৃত মহিলা ফুচকা ব্যাবসা করতো। তবে মৃতার ছেলে জানিয়েছে সম্পত্তি নিয়ে প্রতিবেশী দের সঙ্গে অশান্তি চলছিল। কি কারণে এই অস্বাভাবিক মৃত্যু তা নিয়ে তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ।