Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত‍্য যাপন
#গল্প
#আমার_মা_অন্নপূর্ণা#মিষ্টিমৌ 
-"পুটুশ তুই কোথায় গেলি?এদিকে আয় খেলতে যাবি না তুই?"
-"আজ যাব না খেলতে রে।"
-"ওমা কেন?"
-"একটা কাজ আছে।"
-"কাজ?????তুই আবার কি কাজ করবি…

 


সৃষ্টি সাহিত‍্য যাপন


#গল্প


#আমার_মা_অন্নপূর্ণা

#মিষ্টিমৌ 


-"পুটুশ তুই কোথায় গেলি?এদিকে আয় খেলতে যাবি না তুই?"


-"আজ যাব না খেলতে রে।"


-"ওমা কেন?"


-"একটা কাজ আছে।"


-"কাজ?????তুই আবার কি কাজ করবি?ঐ চল না।"


-"না না আজ যাব না।"


-"চোধুরীদের বাগান থেকে আম পাড়বো চল।"


-"না আজ যাব না।"


-"তাহলে আমিও যাব না খেলতে, আম পাড়তে।"


-"তুই কেন যাবি না?"


-"তুই কি কাজ করবি সেটা দেখবো।এমন কি দরকারি কাজ যা বল খেলা, ছোঁয়াছুঁয়ি,আম পেড়ে খাওয়ার থেকেও তোর কাছে বেশি প্রিয় ।"


***********************************************


সাত বছরের পুটুশ ওর বন্ধু বঙ্কুকে বাড়ির পিছনে নিয়ে গিয়ে চুপটি করে কলপাড়ের পাশে দাঁড়ায়।সেখানে গিয়ে অবাক হয় বঙ্কু।পুটুশ সেখানে খবরের কাগজ দিয়ে কিছু বাসন ঢেকে রেখেছে।এরপর ঐ বাসনগুলো ধীরে ধীরে নিয়ে যায় বাড়ির পিছনের ছোট্ট এক ফালি বারান্দায়।


বঙ্কু ওর পিছু পিছু গিয়ে ওকে সাহায্য করে সব বাসন ও বাকি সরঞ্জাম নিতে।বঙ্কুর মনে প্রচুর প্রশ্ন তখন কিলবিল করে উঠছে।কিন্তু পুটুশ এত বিজ্ঞের মত সব কাজ করছিল যে বঙ্কু ওকে কিছু জিজ্ঞেস করতেই ইতস্ততঃ করছিল।তবুও না পারতে জিজ্ঞেস করেই ফেলে।


-"এই শোন না পুটুশ,পাতি লেবু, কাঁচা আম,বাতাসা,মুড়ি, নারকেল,শশা, এত কিছু দিয়ে তুই কি করবি?"


-"এটাই তো আমার কাজ।"


-"কি কাজ?মানে খেলার থেকে বড় এমন কি কাজ হতে পারে।এই সব এত কিছু পেলি কোথায় তুই?এছাড়াও আজ তো দত্তদের বাড়িতে সন্ধ‍্যা বেলায় সারা পাড়ার সবাইকে নিমন্ত্রণ করেছে।তুই কি যাবি না?কত ধুমধাম করে মা অন্নপূর্ণার পূজা হচ্ছে।সন্ধ্যায় আরতির সময় খোল করতালের তালে আমিও নাচবো,তুই নাচবি না?"


-"সব করবো।তবে বাড়িতে কিছু কাজ আছে তা শেষ না হলে আমি আজ কোথাও যাব না।আর এই এত কিছু কী ভাবে জুটিয়ে এনেছি তা আমি বলবো না।মা জানলে ভীষণ বকবে,মারতেও পারে আমায় তাই আমি বলবো না এসব।"


-"কিন্তু এসব নিয়ে কাজটা কি করবি?আমাকেও কি বলবি না তুই?বল না প্লিজ, ঐ কি রে বল না পুটুশ।"


-"আজ আমিও পূজা করবো।আমি একাই পূজা করবো।"


-"পূজা করবি?কি পূজা?তুই কি পুরুত ঠাকুর নাকি রে হাহাহাহাহা।"


-"মা অন্নপূর্ণার পূজা।"


-"ঠাকুরের প্রতিমা কিনেছিস?একা বাজারে গেছিলি?"


-"না আমার কাছে অনেক আগে থেকেই আছে।আমার ঠাকুরের প্রতিমা কেনার কোনও দরকার নেই।"


পুটুশ সব কথা বলে আবার কাজে মন দিতে থাকে।ওকে দেখে বঙ্কুও ওকে সাহায্য করতে থাকে।বন্ধুকে সাহায্য করার কথা তো ওরা স্কুলের মাস্টার মশাইয়ের থেকে জেনেছিল।তাই বঙ্কু পুটুশের সঙ্গে কাজে লেগে পড়ে।


এক গ্লাস জলে বাতাসা ভিজিয়ে রেখে ধীরে ধীরে চামচ দিয়ে গুলে দেয়।তার ওপর পাতি লেবু চিপে চিপে রস দিয়ে আবার গুলে নেয়।এক গ্লাস সরবত বানিয়ে ফেলে।চামচের মাথায় একটু সরবত নিয়ে দুজনেই দুজনের হাতের তালুতে নিয়ে মুখে দিয়ে চেখে দেখে ঠিকঠাক স্বাদ হয়েছে কি না!!!তার পর পাশের বাড়ির রমা পিসির থেকে শশা কুচি ও নারকেল কুচি করিয়ে আনে মুড়ি মাখার জন্য।কাঁচা আম সরষের তেল,নুন,চিনি ও কাসুন্দি দিয়ে মেখে একটা বাটিতে রাখে।


বঙ্কু খুব আনন্দ পায় পুটুশের সঙ্গে এই কাজ করতে।কিন্তু ভেবেই পায় না এসব কি মা অন্নপূর্ণার প্রসাদ হতে পারে?এসব তো মানুষের খাবার।ভগবান তো ফল,মিষ্টি খায়।অবাক বঙ্কু চুপচাপ কাজ করে চলে।পুটুশ ওকে ওর হাত ধরে নিয়ে যায় ওদের রান্নাঘরের পাশে।ঐখানে জানালার দিকে আঙ্গুল তুলে দেখায় আর বলে-"ঐ দ‍্যাখ বঙ্কু, আমার মা অন্নপূর্ণা।কি সুন্দর বসে রান্না করছে সবার জন্য।ভালো করে দ্যাখ মাকে কি সুন্দর লাগছে না!!!ঠিক যেন মা অন্নপূর্ণা!তাই না!!!"


-"হ্যাঁ রে পুটুশ।তুই ঠিক বলেছিস।"


-"ঐসব প্রসাদ আমি আমার মায়ের জন্য করেছি।এবার সব বুঝলিতো?"


-"বুঝেছি, বুঝেছি।শোন তুই এখন তোর মা অন্নপূর্ণাকে  প্রসাদ খাওয়া।আমিও যাই। আমার বাড়িতেও তো একটা মা অন্নপূর্ণা আছে, তাকেও তো পূজা করতে হবে।চলি রে।দত্তদের বাড়িতে পরে দেখা হবে।"


-"হ্যাঁ হ্যাঁ, দুজনে একসাথে নাচবো খোল করতালের তালে।তারপর লুঠের বাতাসা তুলবো দুজনেই।"


-"হ্যাঁ, চলি রে।"


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐