Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ- কবিতাশিরোনাম- আমি প্রাইভেট টিউটরকলমে- প্রদীপ দেবনাথতারিখ-১৪/০৪/২০২২*********************************দাদা, আমি প্রাইভেট টিউটর,---------------প্রাইভেট টিউটর      নই কোনো এ্যাকটর           বাস্তব শক্ত আমার …

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ- কবিতা

শিরোনাম- আমি প্রাইভেট টিউটর

কলমে- প্রদীপ দেবনাথ

তারিখ-১৪/০৪/২০২২

*********************************

দাদা, আমি প্রাইভেট টিউটর,---------------

প্রাইভেট টিউটর      নই কোনো এ্যাকটর

           বাস্তব শক্ত আমার কাছে,

স্বপ্নে ভেসে যাওয়া   কিংবা দামি খাওয়া

           ভাবিনা আমি কভু মিছে।


নিয়মিত বাড়ি বাড়ি   যেতে হয় তাড়াতাড়ি 

           কখনো করিনা অন্যথা ,

যায় যদি তাল কেটে   গার্ডিয়ান দেবে ছেঁটে

            বুঝবেনা মনে কি ব্যথা ।


দাদা, আমি প্রাইভেট টিউটর,-------------

প্রাইভেট টিউটর,          সেটা নয় ফ্যাক্টর

           বিষয়টা তবু গুরুতর বটে,

মাসগুলো চলে যায়    পকেটটা কাঁদে হায়

         বেতন না ঠিক মতো জোটে।


বছরের শেষ এলে      গার্ডিয়ান কেহ মিলে

            চুপ চাপ শুধু প্যাঁচ কষে,

বেতনটা সব শেষে     মেরে দেয় হেসে হেসে

        চোখ আমার জলে ফেটে আসে।


দাদা, আমি প্রাইভেট টিউটর, ----------------

প্রাইভেট টিউটর       ভাঙা যে নিজেরই ঘর

          মাঝ রাতে কভু উঠি জাগি,

তবু বসি দোতলায়      শিষ্য বাড়ী নিরালায়

           বিদ্যাটুকু বেচিবারে লাগি।


তবুও এ মন নিয়ে   বেতন ছাড়া শিক্ষা দিয়ে

           মানুষ করি কিছু গরীবে,

তাদের দু:খ কি যে       আমিতো বুঝি নিজে

         তাদের দু:খ কে আর হরিবে?


দাদা, আমি  প্রাইভেট টিউটর,

দাদা, আমি  প্রাইভেট টিউটর,

দাদা, আমি যে প্রাইভেট টিউটর।

************************************