Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বামপন্থী যুব সংগঠনের ডাকে তমলুকে মিছিল ও অবরোধ ।

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটহাঁসখালি কান্ড, মুখ্যমন্ত্রীর কুরুচিকর মন্তব্য, সেই সঙ্গে রাজ্যের ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনা কে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলার চারটি বামপন্থী যুব সংগঠনের ডাক তমলুকের মানিকতলা মোড়ে অবরোধ ও ধিক…বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট

হাঁসখালি কান্ড, মুখ্যমন্ত্রীর কুরুচিকর মন্তব্য, সেই সঙ্গে রাজ্যের ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনা কে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলার চারটি বামপন্থী যুব সংগঠনের ডাক তমলুকের মানিকতলা মোড়ে অবরোধ ও ধিক্কার মিছিলে সামিল হল অসংখ্য যুব সম্প্রদায়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য যুব আজকের ধিক্কার মিছিল ও পথ অবরোধের শামিল হয়েছিল। গুরুত্বপূর্ণ হলদিয়া মেচেদা রোড বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় ।তমলুক থানা ব্যাপক পুলিশ বাহিনী এসে যানজটমুক্ত করে। আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে এ আই ওয়াই এফ এর পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক গৌরাঙ্গ কুইল্যা, ডিওয়াইএফআই ইব্রাহিম আলি, অনিমেষ মান্না, অনিমেষ মাইতি রাজ্য নেতা সৈকত গিরি প্রমূখ নেতৃত্ব ।এক সাক্ষাৎকারে গৌরাঙ্গ কুইল্যা জানান রাজ্যে একের পর এক যেভাবে ঘটনা ঘটছে তার বিরুদ্ধে এই ধিক্কার মিছিল এবং অবরোধ ,প্রশাসন সতর্ক দৃষ্টি না দিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যুব সম্প্রদায় পথে পথে নাববে।