কাঁথিঃ "লোকসভা নির্বাচনের আগে ২৯শে জানুয়ারি ২০১৯ সালে কাঁথিতে অমিত শাহ সভার পর অশান্তি , মারধর সহ ভাঙচুরের ঘটনায় ১২টির বেশি মামলা দেওয়া হয়েছে। সেই মামলায় কাঁথি আদালতে হাজিরা দিতে দিলীপ ঘোষ শুক্রবার উপস্থিত হয়। পাশাপাশি…
কাঁথিঃ "লোকসভা নির্বাচনের আগে ২৯শে জানুয়ারি ২০১৯ সালে কাঁথিতে অমিত শাহ সভার পর অশান্তি , মারধর সহ ভাঙচুরের ঘটনায় ১২টির বেশি মামলা দেওয়া হয়েছে। সেই মামলায় কাঁথি আদালতে হাজিরা দিতে দিলীপ ঘোষ শুক্রবার উপস্থিত হয়। পাশাপাশি তৎকালীন রাজ্যের মন্ত্রী ও বর্তমান রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ঐ দলে ছিলেন।
তখন তৃণমূল কংগ্রেসের দলের কালচার ছিল বলেও বলেন দিলীপ ঘোষ। ২০২৪সালে আমরা মন্দির নিয়েই রাজনীতি করবো। মসজিদ নিয়ে নয়। বেশি করেই করবো। পাশাপাশি আনিস তদন্ত, অর্জুন প্রসঙ্গ, ছাড়াও তিনি বলেন লোক সভা নির্বাচনে দেশে চর্চা হবে মন্দির নিয়ে সারাদেশে।"