Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনহারানো দিন হারানো পথ কৃষ্ণা গুহ 
  কুলুকুলু বয়ে যাওয়া জীবন নদীপথ হারিয়েছে !!নির্দিষ্ট পথে ঘুরপাক খেয়েছে ,কেঁদেছে হাজার হাজার বছর ।
অনন্ত পিপাসা আর সাহস উদ্দীপনায় এগিয়ে চলতে চেয়েছে অবিরত। বনাঞ্চল আজ ছলছল হাস…

 


সৃষ্টি সাহিত্য যাপন

হারানো দিন হারানো পথ 

কৃষ্ণা গুহ 


  কুলুকুলু বয়ে যাওয়া জীবন নদী

পথ হারিয়েছে !!

নির্দিষ্ট পথে ঘুরপাক খেয়েছে ,কেঁদেছে হাজার হাজার বছর ।


অনন্ত পিপাসা আর সাহস উদ্দীপনায় এগিয়ে চলতে চেয়েছে অবিরত।

 বনাঞ্চল আজ ছলছল হাসি নেই ,নেই পাখিদের আনাগোনা !!


যে গাছটা মাটি আঁকড়ে পড়ে ছিল বহু বহু কাল আজ তারি জীর্ণদশা !! ছাটা ডাল স্তব্ধ বন তাদেরও হত্যা হয় প্রতিনিয়ত !!


নদী ,সেও তো বাঁধ দিয়ে ঘুরিয়ে দিতে হয় মোর ।


যে পথটা মন ছুঁয়েছিল!! মেঠোপথ, সোঁদা গন্ধ হারিয়েছে আজ হাজার পথের বাঁকে !!

কত অন্তরের কথা লেখা আছে এই মেঠো পথে, আজ সব স্মৃতি কথা ।


যে নদীটা পর হল গতানুগতিক জীবন থেকে বের হয়ে নিচ্ছে গিলে সভ্যতার লাশ ,জীবন ভরে উঠেছে শুধুই রাশিরাশি জঞ্জাল।

এ এক কঠিন বাস্তব জীবন শুধুই ধ্বংস আর জঞ্জাল।