Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতার শিরোনাম,,,             "ভেজা মন"* ✍️ কলমে... মিতা দাস ****** তাং,,, ১০/০৫/২২ ***** 
কবিতার পাতায় আজ বৃষ্টির চুয়ানি ঝরছেবাতাসের মুখ ছিল ভার,টাপুর টুপুর শব্দমালায় মন কেমন করছে আকাশে মেঘের সমাহা…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতার শিরোনাম,,,

             "ভেজা মন"

* ✍️ কলমে... মিতা দাস *

***** তাং,,, ১০/০৫/২২ ***** 


কবিতার পাতায় আজ বৃষ্টির চুয়ানি ঝরছে

বাতাসের মুখ ছিল ভার,

টাপুর টুপুর শব্দমালায় মন কেমন করছে 

আকাশে মেঘের সমাহার!


আমিও চেয়েছিলাম এই টুকুন  ভিজতে,

আমি কিন্তু আর আমাতে নেই,

চাইনা সব খানে শিরোনাম সাজতে,

বিনা বরষায় ডুবে গেছি কবেই।


আমি মন খুঁজতে বেরুলাম বৃষ্টি মাথায়,,,

অজানা প্রান্তরে খুঁজিয়া বেড়াই,

দৃষ্টি ফেরালো আমার হারানো স্মৃতি 

 অতীত জীবনের অসীম লড়াই !


সেদিনের সেই কচুর পাতার মতো 

জল পড়ে আজো টপাস টপাস,

তবুও কেন যে মন করে আনচান 

ধুকপুকানি বুকের চারপাশ।


কতনা ভিজতাম দু'জনে তখন 

মন-আঙ্গিনায় একটা ছাতায়,

আপন খেয়ালে হারিয়ে যেতাম 

আনমনা হয়ে গোপন কথায় !


আজ খুঁজে বেড়াই হারানো সে মন 

আমার যে মন ভিজে গেছে...

কবিতার খাতায় অথবা স্মৃতির পাতায় 

আবছা যেথায় পড়ে আছে।