Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন 
28/05/22বাস্তুভিটা 
সুশান্ত কাঞ্জিলাল 
আজ আর অস্তিত্বে নেই আমার বহু স্মৃতিবিজড়িত সৌধ নেই প্রাণ ঢালা ভালোবাসার বাস্তুভিটা ।এক অসাধু ইচ্ছা গ্রাস করেছে আমার কচি চোখের স্বপ্ন গুলি  নিরন্তর হতাশ করেছে আমায় আমাকে বানি…

 


সৃষ্টি সাহিত্য যাপন 


28/05/22

বাস্তুভিটা 


সুশান্ত কাঞ্জিলাল 


আজ আর অস্তিত্বে নেই 

আমার বহু স্মৃতিবিজড়িত সৌধ 

নেই প্রাণ ঢালা ভালোবাসার বাস্তুভিটা ।

এক অসাধু ইচ্ছা গ্রাস করেছে 

আমার কচি চোখের স্বপ্ন গুলি 

 নিরন্তর হতাশ করেছে আমায় 

আমাকে বানিয়েছে ভবঘুরে ।

আমার আতুর ঘর ছিল যেখানে 

ঠাকুমা আঙ্গুল দিয়ে দেখিয়ে বলতো 

তোর নাড়ি পোঁতা আছে এখানে

তুই যেখানেই থাকিস না কেন 

তোর মন পরে থাকবে এখানে ।

হ্যাঁ, ঠাকুমা, তোমার কথাই সত্য

বাস্তুহারা হয়েও মন পরে থাকে 

তোমার দেখানো আতুর ঘরে ।

বহু বছর পেরিয়েছে নৈরাশ্যময় রাজ্যে 

বিচ্ছিন্নতাবাদের বিষময় স্পর্শে 

উবে গেছে হৃদয়ের উষ্ণতা ।

তবু পারিনি নিজেকে ধরে রাখতে 

একদিন বুকের ধুকধুকনি যায় বেড়ে 

হৃদয়ের উষ্ণতায় আকর্ষণ বাড়তে থাকে 

একবার আমার জন্মভূমি আমার নাড়ি পোঁতা বাস্তুভিটা দেখবার সাধ জাগে মনে ।

স্পর্শ করে দেখবার অভিপ্রায়ে ছুটে গেলাম 

সেই বাস্তুভিটার পাশে 

যে একদিন করেছিল প্রত্যাখ্যান 

ছিঁড়ে ছিল মায়া মমতার টান ।

ভেবেছিলাম চোখ যাবে জুড়িয়ে 

হৃদয় যাবে ভরে 

কিন্তু, একি!

এ যে আমূল পরিবর্তন 

আমার নিজ হাতে লাগানো গছগুলি 

আর নেই সেখানে 

সেই ছায়া ঘন তপবন পরিবেশ 

পাখিদের কলতান আর নেই 

সব হয়ে গেছে উজাড় 

বিশাল অট্টালিকা সেখানে আছে দাঁড়িয়ে 

পরিচিত বাস্তুভিটা আজ 

অপরিচিত আমার কাছে ।

তবু মায়ের মমতা উপলব্ধি করতে 

মাথা নুইয়ে দিলেম 

চোখ খুলে দেখি ইয়া মস্ত দারোয়ান 

হুঙ্কার ছেড়ে কয় -- হেথায় কি কাজ তোর ?

বুঝলাম এবার মা হয়েছে পর 

মমতার স্রোত গেছে শুকিয়ে 

আমার ভালোবাসার হিসেব দেবো কিসে ?

দুই বাহু জুড়ে মৌনব্রত করি পালন 

ধীরে ধীরে অশ্রুসিক্ত নয়নে 

করি ত্যাগ সেই স্থান ।

প্রতিজ্ঞাবদ্ধ হয়ে করি ত্যাগ 

বাস্তুভিটা দর্শনের অভিপ্রায় চিরতরে ।