Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি  সাহিত্য  যাপন... 
উপকথার শহর....... 
ঘড়ির  কাঁটা এগারোটা  পেরিয়েছেচারতলা ছাদের আলসের ধারে দাঁড়িয়ে আকাশে কিছু কালো মেঘের আনাগোনাঢেকেছে অর্ধেক  চাঁদটাকেকোনো অজানা কারণে রাস্তা  অন্ধকার প্রশাশনিক অব্যবস্হায় কুঁচকে  উঠছে ভ্রু।
ঠ…

 


সৃষ্টি  সাহিত্য  যাপন... 


উপকথার শহর....... 


ঘড়ির  কাঁটা এগারোটা  পেরিয়েছে

চারতলা ছাদের আলসের ধারে দাঁড়িয়ে 

আকাশে কিছু কালো মেঘের আনাগোনা

ঢেকেছে অর্ধেক  চাঁদটাকে

কোনো অজানা কারণে রাস্তা  অন্ধকার 

প্রশাশনিক অব্যবস্হায় কুঁচকে  উঠছে ভ্রু।


ঠিক  এইসময়,বাঁ দিক ঘেঁষে 

টুংটুং ঘন্টার আওয়াজ ভেসে এলো

আর অদ্ভুত, ,ঠিক  তখনি

চাঁদটা বেড়িয়ে এলো মেঘের আস্তরণ সরিয়ে

চাঁদের  রূপোলী  মায়াবী আলো ছড়িয়ে  পড়লো। 

আর তখনি

চোখে পড়লো  ঘন্টার উৎস। 


প্রবল বিস্ময়ে দেখলামএকটা ঘোড়ার গাড়ি।

ভুল দেখিনি,

সত্যি  ঘোড়ার  গাড়ি----

শহরের গলির ভেতর বাদামী ঘোড়া

টেনে নিয়ে চলেছে সাদামাটা ছোটো গাড়িটা

চালকের গায়ে সাদা ধুতি পাঞ্জাবি। 

এ গাড়ি  কি উঠে এসছে ইতিহাসের পাতা ছেড়ে?


ধীরে  ধীরে  গাড়ি বেড়িয়ে গেলো দৃষ্টির বাইরে

আরো কিছুক্ষণ  চেয়ে রইলাম সেই 

ফেলে যাওয়া পথের দিকে


চাঁদ  ছড়িয়ে  দিচ্ছে তার আলোর মায়া মন্ত্র

চারতলা,পাঁচতলা,সাততলা ইমারতগুলো

লিখে চলেছে নিঃশব্দ রূপকথা।

অসম্ভব  নয়,

এ শহরের বুকে আজও কবিতারা কথা বলে

স্বপ্নগুলো  আজও হাঁটে রাজপথ ধরে

এ শহর মরে যাওয়া শরীরে ফেরাতে পারে আত্মা

শুকিয়ে যাওয়া গাছে ফোটাতে পারে ভালোবাসার ফুল

এ শহর আজও কখনো কখনো সম্ভব অসম্ভবের

মাঝের বেড়া ভেঙে

সাজিয়ে  তোলে উপকথা।।


৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷  কৌশিকী ঘোষাল। (১১/৫/২২)