Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা   :   ঝরার কারণেকলমে    :    শক্তিপদ ঘোষতারিখ    :   ১১ , ০৫ , ২০২২
খুব স্পষ্ট দেখি চোখে--দুই পারে দুই পার ,মাঝখানে ভরাভাদ্রের নদী--খরস্রোতা ;দুই প্রান্তে দুই মেরু--মধ্যিখানে ফুল-ফল-পাখি ও লতায়-পাতায়  সা…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা   :   ঝরার কারণে

কলমে    :    শক্তিপদ ঘোষ

তারিখ    :   ১১ , ০৫ , ২০২২


খুব স্পষ্ট দেখি চোখে--দুই পারে দুই পার ,

মাঝখানে ভরাভাদ্রের নদী--খরস্রোতা ;

দুই প্রান্তে দুই মেরু--মধ্যিখানে 

ফুল-ফল-পাখি ও লতায়-পাতায়  সাজানো অনিরূপিত সবুজ একটা উপত্যকা ।

এইখানে ঝরনার উচ্ছল খলখল হাসি ,

এইখানে বাতাসে শুনি দূরাগত বাঁশি ;

এইখানেই কাঁটা-ঝোপঝাড় , খরিসচরা জঙ্গল ,

এইখানেই শেয়াল-শকুনের 

নিষ্ঠুর ও নির্লজ্জ কোলাহল।


তেমনই জীবনের দুই প্রান্ত--দুই দিক ,

জন্ম এবং মৃত্যুর দুই প্রান্ত--অভ্রান্ত 

গাণিতিক নিশ্চিত ;

মাঝখানে জীবন--যার নাম বেঁচে থাকা ,

অর্ধেকটা আলোকে উদ্ভাসিত

বাকি অর্ধেকটা ঘন অন্ধকারে ঢাকা ।

এইখানেই চপল শৈশব-কৈশোর 

উতরোল যৌবন জরা-ব্যাধি-বার্ধক্য ;

এইখানেই ঝড়-খরা-বন্যা-জলোচ্ছ্বাস-রক্তের নদী ,

এইখানেই পাপ অথবা পুণ্য ,

এইখানেই কবিতার গদ্য অথবা পদ্য ।


এইখানেই জীবন--এইখানেই দীঘিজল ,

পদ্মপাতার 'পরে শিশিরবিন্দুর মত টলমল ;

শিশিরবিন্দুর মত

একটু রোদ-একটু হাওয়া অথবা

নিজের ভার দুর্ভার হয়ে ওঠার অপেক্ষায় নিস্তব্ধ ।

তেমনই যত ভার মাথায় 

যত ভার হাতে-কাঁধে ও যত ভার মনে ,

ততই ঝরার অপেক্ষা--ঝরার কারণে ।

--------------------------------------------------------------------