Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন। 
বিষয় - কবিতা।শিরোনাম - রাগে অনুরাগে। কলমে- প্রিয়া সাহা। তারিখ- ১১/০৫/২০২২.
রাগে-অনুরাগে******************
জানি আমি জানিনা কেন পরাণ মাঝে বেদন হেন সে বেদনার মর্মব্যাথায়বেদন হানে কি আশায় গো? 
সে বেদনারই মর্মমূলেকোন…

 


সৃষ্টি সাহিত্য যাপন। 


বিষয় - কবিতা।

শিরোনাম - রাগে অনুরাগে। 

কলমে- প্রিয়া সাহা। 

তারিখ- ১১/০৫/২০২২.


রাগে-অনুরাগে

******************


জানি আমি জানিনা কেন 

পরাণ মাঝে বেদন হেন 

সে বেদনার মর্মব্যাথায়

বেদন হানে কি আশায় গো? 


সে বেদনারই মর্মমূলে

কোন গভীর ব্যাথায় 

জাগে ব্যাথা

 দীগন্তেরই অন্তরে গো?

কোন অভিমানে মনের কোনে

আঁধার আকাশ অন্ধকারে ভাসে গো?

মুখের হাসি মলিন সুরে 

কোন আশাতে কাঁদে গো?

আধার হাসি

অন্ধকারে হাসে গো। 


কোন অজানার মৃদু হাসি 

অন্তরে আজ বাজে গো?

জানিনা মন অকারণে মনের কোনে

লুকিয়ে কেন অভিমানে ভাসে গো?


জানি আমি জানি ওগো

অজানা তুমি,  তোমার পুলক পানে 

মন আমার ব্যথার মাঝেও হাসে গো

মনের কোনে লুকিয়ে কেন 

মন আমার 

অভিমানে ভাসে গো?


পথিক তুমি তোমার বাণী 

অন্তরে আজ দিলো আনি

গাছের পাতায় কাঁপন জাগায়

কোন শিহরণ জাগে গো। 

সে কি তোমার পুলক পবন 

দিলো বুঝি অন্তরে আজ ছুঁয়ে গো 


তাইকি বুঝি অভিমানীর 

অভিমানের উছল ধারা

আপন ছন্দে ভাসে গো

মনের কোনে লুকিয়ে থাকা 

সেই অভিমান বাজে বুঝি 

দিগন্তেরই অন্তরে গো

উতল ধারায় বইছে দেখো

মল্লারেই রাগে গো.....


*****************************************