Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নির্ণয় হাসপাতালের নার্স ডে পালন

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : বৃহস্পতিবার ছিল বিশ্ব নার্স দিবস।এই দিনটি একটু অন্য ভাবে, নিজেদের মধ্যে ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে নাচ,গান,আবৃত্তির মাধ্যমে পালন করলো মেদিনীপুর শহরের অন্যতম বেসরকারি হাসপাতাল নির্ণয় হাসপাতাল।ফ্লোর…


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : বৃহস্পতিবার ছিল বিশ্ব নার্স দিবস।এই দিনটি একটু অন্য ভাবে, নিজেদের মধ্যে ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে নাচ,গান,আবৃত্তির মাধ্যমে পালন করলো মেদিনীপুর শহরের অন্যতম বেসরকারি হাসপাতাল নির্ণয় হাসপাতাল।ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর জন্মদিনটি সারা বিশ্বে নার্স দিবস হিসেবে পালন করা হয়। নিজেদের কর্মক্ষেতৃরে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলা নার্সদের এই দিনটিতে বিশেষভাবে সম্মানিত করা হয়। 


একজন ডাক্তার চব্বিশ ঘন্টা রোগীর পাশে থাকেন না কিন্তু একজন সিস্টারকে চব্বিশ ঘণ্টা একজন রোগীর পাশে পাওয়া যায়।অতিমারির সময়ে গোটা বিশ্বজুড়ে নার্সদের ভূমিকা প্রশংসিত হয়েছে।নার্স দিবসের এই বিশেষ দিনে শত ব্যস্ততার মধ্যে নির্ণয় হাসপাতাল কর্তৃপক্ষ নার্সদের সম্মান জানাতে একটি ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছিল।

এদিনের অনুষ্ঠানে সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন চিকিৎসক ডাঃ কাঞ্চন কুমার ধারা, চিকিৎসক ডাঃ সন্ধ্যা মণ্ডল ধাড়া প্রমুখ।হাসপাতালের সেবিকারা তাদের কাজের ফাঁকে নাচ, গান,আবৃত্তি পরিবেশন করেন।