Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুর ফিল্ম সোসাইটি ও কলকাতাস্থিত জাপান কনসুলেটের যৌথ অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : ভারত জাপান কূটনৈতিক সম্পর্কের ৭০তম বর্ষ উদযাপন উপলক্ষ্যে গত শনিবার ২১মে,২০২২ তারিখ বিকাল সাড়ে পাঁচটায় মেদিনীপুর ফিল্ম সোসাইটি আয়োজন করেছিল জাপানি চলচ্চচিত্রের প্রদর্শনী। এই উপলক্ষ্যে জাপানি সিনেমা BA…



নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : 

ভারত জাপান কূটনৈতিক সম্পর্কের ৭০তম বর্ষ উদযাপন উপলক্ষ্যে গত শনিবার ২১মে,২০২২ তারিখ বিকাল সাড়ে পাঁচটায় মেদিনীপুর ফিল্ম সোসাইটি আয়োজন করেছিল জাপানি চলচ্চচিত্রের প্রদর্শনী। এই উপলক্ষ্যে জাপানি সিনেমা BALLAD দেখানো হয়। ছবি দেখে উপস্থিত দেড় শতাধিক দর্শক মুগ্ধ। এইরকম আরও সিনেমা দেখানোর অনুরোধ করেন বহু দর্শক।


কলকাতাস্থিত জাপানি কনসুলেট এর সক্রিয় সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই চলচ্চিত্র প্রদর্শনী। উপস্থিত ছিলেন মাননীয়া তামুরা রিসা, ভাইস কনসাল, কনসুলেট জেনারেল অফ জাপান - কলকাতা। এই উপলক্ষ্যে আয়োজিত ছোট প্রারম্ভীক অনুষ্ঠানে ভারত - জাপান সম্পর্ক, জাপানের সিনেমা, সংস্কৃতি নিয়ে বক্তব্য রাখেন মেদিনীপুর ফিল্ম সোসাইটির সদস্য এনথ্রোপলোজিস্ট ডঃ অভিজিৎ গুহ। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী বরুন মণ্ডল, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক, পশ্চিম মেদিনীপুর, ডাঃ গোলক মাজি, কমিশনার - মেদিনীপুর মিউনিসিপালিটি, ডাঃ বিবেক বিকাশ মণ্ডল, শ্যামলেন্দু মাইতি সহ বহু গুণী মানুষ।