Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেচেদায় রক্তদান শিবির ও শিক্ষাপোকরণ বিতরণ।

বাবলু বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর
গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে রক্তের ক্রমবর্ধমান চাহিদা মিটাতে শুক্রবার সকালে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন, সেই সঙ্গে দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ করে ৫২ বছরের সম…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর


গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে রক্তের ক্রমবর্ধমান চাহিদা মিটাতে শুক্রবার সকালে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন, সেই সঙ্গে দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ করে ৫২ বছরের সমাজসেবী সংস্থা মেছেদা বাস স্ট্যান্ডের অনতিদূরে শান্তিপুর নবীন সংঘ। রক্তদানের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের সহ-সভাপতি শেখ সুফিয়ান, শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ হাজরা, সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত কুমার গায়েন , শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ সেলিম আলী, বিশিষ্ট শিক্ষাব্রতী সুকুমার মাইতি, ডাক্তার বিশ্বনাথ পড়িয়া, রমেশচন্দ্র বেরা প্রমূখ। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শেখ ইউনুস আলী, পঞ্চায়েত প্রতিনিধি উমা তুঙ্গ ,সমাজসেবী বিমল দাস, নৃপেন্দ্র কুমার রায়, মহাদেব চক্রবর্তী, ডাক্তার কালিশংকর পাত্র ,গণেশ গিরি এবং শেখ সিরাজুল ইসলাম। ১৫০ জন রক্ত দাতা রক্ত দান করেন প্রায় ২০০ জনের হাতে শিক্ষার উপকরণ তুলে দেওয়া হয় ।আয়োজক সংস্থার জানান আগামী ১৮ মে পর্যন্ত বিভিন্ন ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা চলবে। অনুষ্ঠানকে ঘিরে ভাবগম্ভীর পরিবেশে তৈরি হয়।