ফুটবল বাঙালির শ্রেষ্ঠ খেলা। ফুটবল কে বাঁচিয়ে রাখতে তাম্রলিপ্ত কাপ-২০২২ অনুষ্ঠিত হবে আগামী ১৯শে মে। চলবে ১৯ শেষ জুন পর্যন্ত। তমলুক শহরের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ড এক মাস ধরে নৈশ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে জেলার পাশাপ…
ফুটবল বাঙালির শ্রেষ্ঠ খেলা। ফুটবল কে বাঁচিয়ে রাখতে তাম্রলিপ্ত কাপ-২০২২ অনুষ্ঠিত হবে আগামী ১৯শে মে। চলবে ১৯ শেষ জুন পর্যন্ত। তমলুক শহরের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ড এক মাস ধরে নৈশ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে জেলার পাশাপাশি অন্যান্য রাজ্য থেকেও ফুটবল দল অংশগ্রহণ করবে। ১৬তম তাম্রলিপ্ত কাপ ১৬টি দলকে নিয়ে আমন্ত্রণমূলক এই ফুটবল প্রতিযোগিতা। তমলুকের "খেলাঘর" ক্লাব ১৬বছর ধরে এই প্রতিযোগিতা করে আসছে। সোমবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ফুটবল প্রতিযোগিতার সমস্ত দিক তুলে ধরেন তাম্রলিপ্ত কাপ প্রতিযোগিতার কর্মকর্তারা।