Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সিপিআইএমের উদ্যোগে আয়োজিত রক্তদান উৎসবে রক্ত দিলেন ১৬৫ জন

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর...... সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো সিপিআইএমের মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটি। সোমবার অলিগঞ্জ অবস্থিত পূর্ব এরিয়া কমিটির কার্যালয়ে আয়োজিত একটি বড়…


 নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর...... সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো সিপিআইএমের মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটি। সোমবার অলিগঞ্জ অবস্থিত পূর্ব এরিয়া কমিটির কার্যালয়ে আয়োজিত একটি বড় আকারের রক্তদান শিবেরে ২১ জন মহিলা সহ মোট জন ১৬৫ রক্তদাতা রক্তদান করেন। পাশাপাশি নানা কারণে রক্তদানে আগ্রহী অনেক রক্তদাতা রক্তদিতে পারেন নি।শিবিরে উপস্থিত সকলকে স্বাগত জানান এরিয়া কমিটির সম্পাদক কুন্দন গোপ। শিবিরের উদ্বোধন করেন সিপিআইএম পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক সুশান্ত ঘোষ। শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন কীর্তি দে বক্সী, সুকুমার আচার্য,সারদা চক্রবর্তী, জয়দীপ খাটুয়া, পাপিয়া চৌধুরী প্রমুখ সিপিআইএম নেতৃত্ব। 

এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার কাউন্সিলর সৃজিতা দে বক্সী, প্রশান্ত মান্ডি, প্রাক্তন কাউন্সিলর জয়ন্ত মজুমদার,স্বপন বিশ্বাস 

শিক্ষক নেতৃত্ব বিপদতারণ ঘোষ,ক্রীড়া ব্যক্তিত্ব শক্তিপ্রসাদ মিত্র, রক্তদান আন্দোলনের নেতৃত্ব অসীম ধর প্রমুখ।  উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ভারতীয় গণনাট্য সংঘের ক্রান্তিক শাখা।এই শিবির ঘিরে ছাত্র,যুবদের মধ্য বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। বড়সংখ্যায় রক্তদাতাদের উপস্থিতিতে রক্তদান শিবির টি রক্তদান উৎসবের আকার ধারণ করে।


শিবির সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সিপিআইএমের পূর্ব এরিয়া কমিটির সম্পাদক কুন্দন গোপ।