Page Nav

HIDE

Post/Page

May 18, 2025

Weather Location

Breaking News:

মাধ্যমিকে তৃতীয় স্থান দেবশিখা প্রধান

দেবশিখা প্রধান মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছে। তাঁর ৬৯১ প্রাপ্ত নম্বর।পূর্ব মেদিনীপুর জেলার চোর পালিয়াতে বাড়ি। চোর পালিয়া শ্রী শ্রী বাসন্তী বিদ্যাপীঠ স্কুলের ছাত্রী। অত্যন্ত সাধারণ পরিবারের মেয়ে। আগামী দিনে চিকিৎসক হতে …

 


দেবশিখা প্রধান মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছে। তাঁর ৬৯১ প্রাপ্ত নম্বর।পূর্ব মেদিনীপুর জেলার চোর পালিয়াতে বাড়ি। চোর পালিয়া শ্রী শ্রী বাসন্তী বিদ্যাপীঠ স্কুলের ছাত্রী। অত্যন্ত সাধারণ পরিবারের মেয়ে। আগামী দিনে চিকিৎসক হতে চায়। মা গ্রাজুয়েট গৃহবধূ। বাবা প্রাইভেট শিক্ষক। হবি ছবি আঁকা কবিতা লেখা গান শোনা।