Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

যক্ষ্মামুক্ত বাংলা গড়ার ডাক দিয়ে, কোলাঘাটে যক্ষ্মা রোগীদের নিয়ে কর্মশালা, মুরগিছানা ও চারা গাছ বিতরণ

বাবলু বন্দ্যোপাধ্যায় , কোলাঘাটআগামী ২৪ সালের আগে যক্ষা মুক্ত বাংলা গড়ার লক্ষ্য নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। বৃহস্পতিবার কোলাঘাট প্রশাসনিক দপ্তরের সামনে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার স…

 


বাবলু বন্দ্যোপাধ্যায় , কোলাঘাট

আগামী ২৪ সালের আগে যক্ষা মুক্ত বাংলা গড়ার লক্ষ্য নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। বৃহস্পতিবার কোলাঘাট প্রশাসনিক দপ্তরের সামনে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার স্বাস্থ্য দপ্তর ও প্রাণিসম্পদ দপ্তর এর ব্যবস্থাপনায় যক্ষা রোগীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হলো। এই কর্মশালায় উপস্থিত ছিলেন মহকুমা শাসক বরুণ সাঁতরা ,এডিএম জেলা পরিষদ শ্বেতা আগারওয়াল, সি এম ও এইচ বিভাস রায় এডিসিই অচিন মাজী, কোলাঘাট ব্লকের বিএল দিও স্বপন জানা, সহকারি সভাধিপতি সেক সুফিয়ান, ও স্থানীয় বিধায়ক বিপ্লব রায় চৌধুরী, কোলাঘাট ব্লকের সভাপতি সুরজিৎ মান্না। আলোচনা সাপেক্ষে উঠে আসে দেশে আটটি জেলাকে কম যক্ষা রোগীর সংখ্যার জন্য পুরস্কৃত করা হয়। এই আট টির মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা স্থান করে নিয়েছে। স্বাস্থ্য দপ্তরের ভূয়সী প্রশংসা করে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা জানান যে ভাবে স্বাস্থ্যকর্মীরা যেভাবে কাজ করছে তা প্রশংসার যোগ্য। আগামী ২৪ সালের আগে যক্ষ্মামুক্ত বাংলা গড়ার ডাক দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। যক্ষা যে কোনো রোগ নয় মানুষের মনের মধ্যে এখনো যে ধারণা বিরাজ করছে তাকে দূর করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে নানা সচেতনতা মূলক কর্মসূচি নিয়ে। আজকের এই অনুষ্ঠান থেকে ৮৪ জন যক্ষা রোগীর হাতে একটি চারা গাছ ও বেশ কিছু মুরগির ছানা তুলে দেওয়া হয়।