Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ: গদ্য কবিতাশিরোনাম: সব বলিদান বৃথাকলমে: প্রণব মাহাততারিখ: ১৫/০৬/২০২২
বিকেলের মিঠে রোদ গায়ে মেখে পথ চলছি আমি শৈশবের ধূসর স্মৃতি উঁকি মারছে মনের ক্যানভাসেপলাশ রাঙা মেঠোপথ আমাকে স্বাগত জানাচ্ছে প্রতিপদেকোকিল…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ: গদ্য কবিতা

শিরোনাম: সব বলিদান বৃথা

কলমে: প্রণব মাহাত

তারিখ: ১৫/০৬/২০২২


বিকেলের মিঠে রোদ গায়ে মেখে পথ চলছি আমি 

শৈশবের ধূসর স্মৃতি উঁকি মারছে মনের ক্যানভাসে

পলাশ রাঙা মেঠোপথ আমাকে স্বাগত জানাচ্ছে প্রতিপদে

কোকিলের কুহুতানে শিহরিত মনপ্রাণ... 

মধুকরের মোহিনী গুঞ্জন আছড়ে পড়ছে হৃদয় দ্বারে

বনফুলের ফুরফুরে নিটোল গন্ধে মুখরিত শরীর

কুড়চি ফুলের মুচকি হাসি, শালের শীতল হাওয়াই বিভোর আমি। 

হঠাৎ পা থামে বুড়ো অশ্বত্থের নীচে, একটা মৃদু স্নায়বিক কম্পন, 

জীবনের কত স্মৃতি জড়িয়ে আছে প্রতিটি ঝরা পাতায়, লালমাটির গায়ে, 

তখন তোমার হয়তো ষোলো, আমি পা রেখেছিলাম একুশে

এখানেই মুখোমুখি, চোখাচোখি, হাতে হাত, পথচলা শুরু, সহজেই... 

তারপর তুমি দিলে ফাঁকি, জীবন্ত স্মৃতি হলে বুকের বাঁদিকে

কাঁচা পাকা দাড়ি মুখে আজ মনে হয় জীবনের সব বলিদান বৃথা

এই মহাজাগতিক উদার প্রকৃতির কাছে। 

          ____________________

( স্বত্ব সংরক্ষিত)