Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম : পক্ষপাতিত্বকবি : অশোক কুমার পাইক তারিখ : ২৮/০৫/২০২২
পক্ষপাতদুষ্ট মানুষ চিরকাল পক্ষপাতিত্ব করেতার নিজস্ব মূল্যায়ণের অভাব অজ্ঞানতা ভরে,সে শিক্ষিত হউক আর অশিক্ষিত হউক দেশে জ্ঞানের পরিধি শূন্য, বশ্যতা ম…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনাম : পক্ষপাতিত্ব

কবি : অশোক কুমার পাইক 

তারিখ : ২৮/০৫/২০২২


পক্ষপাতদুষ্ট মানুষ চিরকাল পক্ষপাতিত্ব করে

তার নিজস্ব মূল্যায়ণের অভাব অজ্ঞানতা ভরে,

সে শিক্ষিত হউক আর অশিক্ষিত হউক দেশে 

জ্ঞানের পরিধি শূন্য, বশ্যতা মানে কুটিল বেশে l


পক্ষপাতদুষ্ট মানুষদের নাইতো নিজস্ব ব্যক্তিত্ব,

অন্যের দ্বারা নিয়ন্ত্রিত,তাদের কি আছে অস্তিত্ব ?

সে জ্ঞানী হউক,গুণী হউক স্বতন্ত্রতা কিছুই নাই,

তাদের কাছে সঠিক মূল্যায়ণ পাবে নাতো ভাই l


পক্ষপাতদুষ্ট মানুষগুলো অন্ধের সমান দেশে

ভুল সিদ্ধান্তের সিদ্ধহস্ত মর্যাদা খোয়ায় শেষে,

সদা চাটুকারিতায় অভ্যস্ত, স্বাধীনসত্ত্বা হারায় 

নিরপেক্ষে অনড় থাকলে অস্বস্তি যত বাড়ায় l


পক্ষপাতদুষ্ট মানুষেরাই সুন্দরের প্রতীক নহে

সৃষ্টির সুধারসে অস্বচ্ছ ভাবমূর্তি তাদেরই রহে,

ভালোর বিনষ্টে নিত্য তারা চাতুরী খেলে চলে

কারণ তুমি যাহা পারো সে তাই পারেনা বলে l


পক্ষপাতদুষ্ট মানুষেরাই এ সমাজে বিপদগ্রস্ত

চিরকাল অবজ্ঞার পাত্র,জানা নাই কিসে মস্ত,

এক শ্রেণীর মানুষ তাদের নরাধম আখ্যা দেয়

সত্য সুন্দর মানেনা তারা শুধুই স্বার্থ বুঝে নেয় l


অবুঝেরা পক্ষপাতিত্ব করে তারা অবুঝ বলে

তাদের চেতনা সীমাবদ্ধ তাদের মধ্যে যে দলে,

তাইতো তাদের পিছন সারির মানুষ বলা হয়

কোনো এক অজ্ঞাত কারণে সহসা হয় ক্ষয় l