Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২১ শে জুলাই এর ধর্মতলা চলোর সমর্থনে হরিশপুরে মিছিল

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ...শহীদ স্মরণে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে ২১ শে জুলাই কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিতব্য সমাবেশের দিন যত এগিয়ে আসছে ততই দিকে দিকে প্রচারে গতি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। পশ্চিম মেদিনীপুর জেলার সদর ব্লকের পূর্…


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ...শহীদ স্মরণে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে ২১ শে জুলাই কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিতব্য সমাবেশের দিন যত এগিয়ে আসছে ততই দিকে দিকে প্রচারে গতি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। পশ্চিম মেদিনীপুর জেলার সদর ব্লকের পূর্বাঞ্চল তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি।রাজ্য পালাবদলের পর থেকেই এই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মসূচির সাফল্যের সাথে রূপায়িত করেছে। ভোটের ক্ষেত্রেও এই অঞ্চলের মানুষ দুহাত তুলে তৃণমূলকে আশীর্বাদ করেছেন। বিশেষ করে সাংসদ জুন মালিয়ার ভোটের বৈতরণী পার হতে  সদর ব্লকের পূর্বাঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।এই এলাকার অন্যান্য এলাকার আগেই মিছিল হয়েছে এবং আগামী দুদিন আরো কিছু এলাকায় মিছিল হবে। শুক্রবার বিকেলে সদর ব্লকের পূর্বাঞ্চলের হরিশপুর এলাকা বর্ণাঢ্য মিছিল করলো তৃণমূল কংগ্রেস।এই মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা সদর ব্লকের বন ও ভূমি কর্মাধ্যক্ষ গণি ইসমাইল মল্লিক, তৃণমূল কিষাণ ক্ষেত মজুর কংগ্রেসের ব্লক সভাপতি আশিষ বাগ,ব্লক নেতৃত্ব কামরুল খান, হরিশপুরের তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল রানা,বুথ নেতৃত্ব সামু দোলাই,লালু মাহালা সহ অন্যান্য নেতৃবৃন্দ।