Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

নমস্কার, আমি পিয়াংকী।  সুমিতাদি ম্যা হে ক  আমায় এই পরিবারে যুক্ত করেছেন,তাকে অনেক ভালবাসা ধন্যবাদ জানাই। আজ আমার প্রথম পোস্ট।  একটি ধনাত্মক আলো দিয়েই শুরু করলাম। পড়ে কেমন লাগলো জানাবেন। পরিবারের  সকলকে অনেক ভালবাসা 
' সঞ্জীবনী…

 


নমস্কার, আমি পিয়াংকী।  সুমিতাদি ম্যা হে ক  আমায় এই পরিবারে যুক্ত করেছেন,তাকে অনেক ভালবাসা ধন্যবাদ জানাই। আজ আমার প্রথম পোস্ট।  একটি ধনাত্মক আলো দিয়েই শুরু করলাম। পড়ে কেমন লাগলো জানাবেন। পরিবারের  সকলকে অনেক ভালবাসা 


' সঞ্জীবনী এনেছি '...সামান্য এ স্পর্ধা। 

জোনাকি ওড়ে, অন্ধকার হাতড়ে হাতড়ে সামনে এগোয় পথিক । রাস্তা বাড়ে,দীর্ঘতম হয় জীব আর জড়ের উচ্চতা।  তন্নতন্ন করে খুঁজি এক দুই তিন চার...কোনো একটি সংখ্যা। যে গতিবেগে ছড়িয়ে পড়ে আলো, যতটা জোরালো হয় আলেয়া আর তার  অভিমুখ, ঠিক ততটাই স্বস্তি বাসা বেঁধে থাকে বৃষ্টিভেজা ময়ূরের উর্বর নৃত্যে। 

 

প্রেম আসে, আসে স্নেহ আসে বিষণ্ণতা বিরহ, কান্না  আসে তার নিজস্ব জমানো আল ধরে। সম্পর্ক  কাঁধে বয়ে নিয়ে আসে পুরুষ নারী । ধূপের উড়ন্ত  ছাই ভেসে যায় বালিয়াড়ির মতো। শামুকভাঙা তীক্ষ্ণতার পাশেই ছাতিম গাছের নরম ছায়া। আগুন কেনা-বেচার কাছেই ফুলেল শামিয়ানা,  কেউ যেন টাঙিয়ে দিয়ে গেছে  ঈশ্বরের আজান। কার্ণিশ চুঁইয়ে গড়িয়ে যাচ্ছে ঢলঢলে  আলো। সার বাঁধা সাদা বক উড়ে যাচ্ছে নিশানা লক্ষ্য করে 


সঞ্জীবনী নিরাময়  উপশম। শুদ্ধ আগুন, গিঁটবাঁধা আলো, ঈশ্বরযাপন...এ সমস্তই আত্মার ধনাত্মক চলন যার পোশাকি সমার্থক  " সংসার "