Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা :--বরষাকলমে :---বামাপদ মণ্ডলতারিখ :---২৩/০৬/২০২২
ঝরছে বারি মুষলধারে অম্বরে ঘনঘটা,সূর্য মেঘের আড়ালে তবু দিগন্তে দেখি ছটা।আকাশে চপলা খেলে বেড়ায় নিশি প্রভাত হতে,কৃষককুল সজ্জিত বরষার আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা :--বরষা

কলমে :---বামাপদ মণ্ডল

তারিখ :---২৩/০৬/২০২২


ঝরছে বারি মুষলধারে অম্বরে ঘনঘটা,

সূর্য মেঘের আড়ালে তবু দিগন্তে দেখি ছটা।

আকাশে চপলা খেলে বেড়ায় নিশি প্রভাত হতে,

কৃষককুল সজ্জিত বরষার আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে।

রবি মামা ক্ষণেক শুষ্ক হাসে ক্ষণেক যায় নিশিঘুমে,

পল্লীর প্রান্তর-জলে ভরে দেয় নীরদ আসি খুশি মনে।

প্রভঞ্জন তড়িৎগতিতে বহে জলোচ্ছ্বাসে ভিত শতদল,

বর্ষণের ধারায় প্লাবিত  পতিতপাবনী ও সরোবর।

কাননে বিটপীর কুসুম রাশি তমসায় ভরিল প্রভাকর,

দম্ভোলির নিনাদের ধ্বনি আর তিমিরে ভরা জলধর।

কাদম্বিনীর অন্তরালে আঁধারে ডেকেছে দিকচক্রবাল।

তমিস্রা সহ অভ্র আসি নিশীথ হল ভূমন্ডল।