Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কলমচি – সুব্রত দেবরায়তাং – ২৪/০৬/২০২২রুদ্র-শ্বাসহে রুদ্র! তব উন্মীলিত তৃতীয় নয়ন হা্নিছে অনল বাণরক্ষিতে আত্মজা প্রকৃতি তোমার।অমোঘ আঘাতে আজ ত্রিশূল তোমার করিছে নিঃশেষতব শ্রেষ্ঠ কীর্তি হে মানব।বিষিয়াছ এ ধরা নির্নিমেষে প্রতি পলে, প্র…

 


কলমচি – সুব্রত দেবরায়

তাং – ২৪/০৬/২০২২

রুদ্র-শ্বাস

হে রুদ্র! তব উন্মীলিত তৃতীয় নয়ন হা্নিছে অনল বাণ

রক্ষিতে আত্মজা প্রকৃতি তোমার।

অমোঘ আঘাতে আজ ত্রিশূল তোমার করিছে নিঃশেষ

তব শ্রেষ্ঠ কীর্তি হে মানব।

বিষিয়াছ এ ধরা নির্নিমেষে প্রতি পলে, প্রতি ক্ষণে,

দম্ভে তোমার ওই গগনচুম্বী বিলাস,ব্যসনে।

ধর্ষিতা ওই নিষ্কলঙ্ক হরিৎের মায়া ভরা মাতৃকোল,

ত্যাগিয়া পুন্য করেছ পাপের বোধন।

এতো মৃত্যু, এত ধংস দেখেও কি হয়নি আত্মশোধন,

ভুলে সব মানব কল্যাণ,

কেন বা নিমন্ত্রিলে বক্ষে তব নিজ মৃত্যুবাণ

কৃত্রিমতার সুক্ষ আবরণে করেছ রুদ্ধ তব প্রাণ সলিলে।

যুগে যুগে নিপীড়িতা হে স্রোতস্বিনী,

করিয়া সঞ্চয় দুর্নিবার ক্রোধ,উঠেছে ফুঁসিয়া সুনামির বেশে।

ধূর্জটির কাছে এ তার অঙ্গীকার ডমরুর দুন্ধভি নিনাদে,

করিবে প্রত্যাঘাত, প্রলয়, সংহার।

করিবে নূতন সৃষ্টি, নিষ্পাপ শিশুর মতো এক নূতন সভ্যতার।