Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জানালো এমারজেন্সি ব্লাড ফাউন্ডেশন,

করোনার ঘনঘটায় যেখানে গোটা বিশ্ব হয়ে গিয়েছিল স্তব্ধ শিক্ষা অবস্থা চলে গিয়েছিল অন্ধকারে , তখন কিছু ছাত্র ছাত্রী ছিল পড়াশোনার মধ্যে যুক্ত । কেউ কেউ পড়াশোনার সাথে সাথে যুক্ত থেকেও কাঁধে তুলে নিয়েছিল সংসারের বোঝা । 
মেদিনীপুর জেল…

 


করোনার ঘনঘটায় যেখানে গোটা বিশ্ব হয়ে গিয়েছিল স্তব্ধ শিক্ষা অবস্থা চলে গিয়েছিল অন্ধকারে , তখন কিছু ছাত্র ছাত্রী ছিল পড়াশোনার মধ্যে যুক্ত । কেউ কেউ পড়াশোনার সাথে সাথে যুক্ত থেকেও কাঁধে তুলে নিয়েছিল সংসারের বোঝা । 


মেদিনীপুর জেলার পীড়াকাটার অন্তর্গত পিন্দ্রাসুলি গ্রামের সৌরভ মাহাত এই রকম এক ছাত্র যে করোনা সময় কালে সুতামিলের শ্রমিক বাবার কষ্ট দেখে, সংসারের আর্থিকভার বহনের জন্য মেদিনীপুর শহরের খয়রুল্লার চকের একটি মোটর সাইকেল গ্যারেজে কর্মে যুক্ত হয়, কিন্তু এর পাশাপাশি পড়াশোনা চালিয়ে গিয়েছিল এবং এর ফল হিসেবে এইবছর উচ্চমাধ্যমিকে 72% নাম্বার নিয়ে কলা বিভাগে 372 পেয়েছে, সেই মেধাবী ছাত্র সৌরভকে আজ সংবর্ধণা জানালো মেদিনীপুর জেলার সামাজিক সংস্থা এমারজেন্সি ব্লাড ফাউন্ডেশন।


 আজ বিকেলে সভাপতি রাহুল কোলে সম্পাদক শুভনীল সাহু সহ সৌমেন হেলানী, কার্তিক মাইতিরা গিয়ে সংবর্ধণা জ্ঞাপণ করেন, আগামিদিনে ওর শিক্ষা যাতে স্তিমিত হয়ে পড়ে তার জন্য যথা সাধ্য সাহায্যকরার আশ্বাস দেন ওনারা, এর পরেই ওনারা ছুটে যান মেদিনীপুর শহরের অপর প্রান্ত কালগাং মালিয়াড়াতে সেখানে দুস্থ ও মেধাবী বিজ্ঞান বিভাগের ছাত্রী অর্পিতা দাস কে রাহুল বাবুরা তার বিজ্ঞান বিভাগের সমস্ত পুস্তক গুলি দিয়ে আসেন, পুস্তক পেয়ে পরিবারের মানুষ জ্ন খুবিই আনন্দিত।