Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তাম্রলিপ্ত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন প্রয়াত

তাম্রলিপ্ত পৌরসভার আট বাড়ির কাউন্সিলর ও চারবারের প্রাক্তন চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন বুধবার প্রয়াত হলেন। বয়স হয়েছিল ৭৮। বাড়ি তমলুক শহরের পার্বতীপুর এলাকায়। এবছর পুরো ভোটে অসুস্থতার কারণে প্রার্থী হননি। বুধবার বহরমপুরে শ্বশ…


তাম্রলিপ্ত পৌরসভার আট বাড়ির কাউন্সিলর ও চারবারের প্রাক্তন চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন বুধবার প্রয়াত হলেন। বয়স হয়েছিল ৭৮। বাড়ি তমলুক শহরের পার্বতীপুর এলাকায়। এবছর পুরো ভোটে অসুস্থতার কারণে প্রার্থী হননি। বুধবার বহরমপুরে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।


 বিকেলে শিয়ালদহ ফ্লাইওভার এর কাছে হৃদরোগে আক্রান্ত হন রবীন্দ্রনাথ সেন। সেখান থেকে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে প্রাক্তন চেয়ারম্যান কে তমলুক পুরসভায় সামনে শেষ শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন বর্তমান চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ কাউন্সিলারবৃন্দ। প্রয়াত রবীন্দ্রনাথ সেনের মরদেহ তাহলে তো পৌরসভা থেকে ডিস্ট্রিক্ট সিভিল বার এসোসিয়ানে নিয়ে যাওয়া হয়। 


প্রাক্তন চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন ডিস্ট্রিক্ট সিভিল বার অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেন তমলুক জেলা আদালতের আইনজীবীরা। প্রয়াত রবীন্দ্রনাথ সেনকে তমলুক সুইমিং ক্লাবে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন সুইমিং ক্লাবের সম্পাদক পদে নিযুক্ত ছিলেন। পরে তমলুক মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।