Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আলো ট্রাস্টের উদ্যোগে কৃতি সম্মাননা ও গুণিজন সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা : স্বেচ্ছাসেবী সংগঠন আলো ট্রাস্টের উদ্যোগে সম্প্রতি কলকাতার তপন থিয়েটারে অনুষ্ঠিত হলো কৃতি সম্মাননা ও গুণিজন সংবর্ধনা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা নিয়ে কাজ করা কলকাতা কেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংগঠন আলো ট্র…


নিজস্ব সংবাদদাতা, কলকাতা : স্বেচ্ছাসেবী সংগঠন আলো ট্রাস্টের উদ্যোগে সম্প্রতি কলকাতার তপন থিয়েটারে অনুষ্ঠিত হলো কৃতি সম্মাননা ও গুণিজন সংবর্ধনা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা নিয়ে কাজ করা কলকাতা কেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংগঠন আলো ট্রাস্টের পথচলা শুরু হয়েছিল ২০১৭ সালে।নানা চড়াই উৎরাই পেরিয়ে, মানুষের সমালোচনা ও প্রশংসাকে পাথেয় করে নিজেদের কাজের জগতে ষষ্ঠ বর্ষে পদার্পণ করছে আলো ট্রাস্ট। বছরের বিভিন্ন সময়ে বাংলার বিভিন্ন জেলায় নানা ধরনের সমাজসেবামূলক কাজের পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতি চর্চার কাজ করে চলেছে আলো ট্রাস্ট। ট্রাস্টের শুভানুধ্যায়ী দের সার্বিক সহযোগিতা ও আশীর্বাদে সফলভাবে অনুষ্ঠিত হলো "আলো ট্রাস্ট আন্তর্জাতিক সম্মান - ২০২২"।তপন থিয়েটারে আয়োজিত এই অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রসেনজিৎ রাহা ও প্রিয়া রাহা জুটি।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। 

এদিন ট্রাস্টের পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান কমল কৃষ্ণ কুইলা, ভাইস চেয়ারম্যান প্রিয়াঙ্কা কুইলা, সাংস্কৃতিক প্রধান শ্রীকান্ত লোহার,কবি তনুশ্রী প্রামাণিক, সমাজসেবী রাহুলদেব প্রামাণিক প্রমুখ।এদিন যে সকল বরেণ্য গুণীজনের উপস্থিতিতে মঞ্চ আলোকিত হলো এবং যাদেরকে সংবর্ধনা ও সম্মাননা অর্পণ করা হলো তাঁরা হলে জাদুসম্রাট পি সি সরকার জুনিয়র,ডিআইজি কঙ্কর প্রসাদ বাড়ুই, বিশিষ্ট অধ্যাপক মৃগাঙ্ক ব‍্যানার্জী বিশিষ্ট শিক্ষক ড. তমাল চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষক বিবেকানন্দ আদক,অভিনেত্রী দেবিকা মুখার্জী,অভিনেতা দেবরাজ মুখার্জী,অভিনেতা শুভদীপ চক্রবর্তী, চিত্র পরিচালক অরিজিৎ দে, অভিনেত্রী অনিন্দিতা সরকার,সঙ্গীত শিল্পী ড. মিতা সেন,সঙ্গীত শিল্পী সহেলী চক্রবর্তী,বাচিকশিল্পী দীপন সেনগুপ্ত, নৃত্য শিল্পী ছন্দা জানা,নৃত্য শিল্পী বৈশাখী কুন্ডু ব‍্যানার্জী,সমাজসেবী সফিকুল ইসলাম,সমাজসেবী ড.আকবর হোসেন সমাজসেবী বরুন কুমার দাস,সমাজসেবী গোপাল সাহা, সমাজসেবী সন্তু কোটাল,সমাজসেবী সোনালী মিস্ত্রি,সমাজসেবী সোফিয়া খান,সমাজসেবী সুরজিৎ কর্মকার,কবি ও সমাজসেবী সায়ন্তী ভট্টাচার্য্য,কবি ও সমাজসেবী প্রভা চৌধুরী, কবি ও সমাজসেবী গুরুপদ মন্ডল,কবি ও সমাজসেবী পার্থ প্রতিম মন্ডল,কবি ও সমাজসেবী তনুশ্রী প্রামাণিক,

সমাজসেবী সায়ন ব‍্যানার্জী, সমাজসেবী পিন্টু ব‍্যানার্জী প্রমুখ। এছাড়াও এদিন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও অন্যান্য কিছু প্রতিষ্ঠানকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত হয় দিগন্তের দিশারী, 


মানবতা ফাউন্ডেশন,স্বর্ণদীপ চ‍্যারিটেবল ট্রাস্ট,সারেঙ্গা মিউজিক কলেজ,সাধনালয়, 

আরকেপি মিডিয়া হাউস, সমাজ বার্তা প্রভৃতি সংগঠন ও প্রতিষ্ঠান। এদিনের অনুষ্ঠানে সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে এবং আলো ট্রাস্টের সমস্ত সদস্য ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান আলো ট্রাস্টের উদ্যোগে চেয়ারম্যান কমল কৃষ্ণ কুইলা। পাশাপাশি কমল কৃষ্ণ কুইলা আরো জানান,এভাবেই সকলের আশীর্বাদ এবং সহযোগিতা পেলে আলো ট্রাস্ট ভবিষ্যতে আরও বড়. আকারের অনুষ্ঠানের আয়োজন করবে।