Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ময়নায় ১৩ রাউন্ড গুলি সহ গ্রেপ্তার বিজেপি সমর্থক

ময়নাঃ পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের অন্তর্গত গোড়ামাহাল গ্রামে সঞ্জয় তাঁতি নামে এক দুষ্কৃতী এলাকায় নতুন করে বোমা বাঁধছে এমনটাই খবর আসে ময়না থানার পুলিশের হাতে। এরপরই ময়না থানার বিশাল পুলিশবাহিনী রবিবার রাতে হানা দেয় ওই গ্রাম…



ময়নাঃ পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের অন্তর্গত গোড়ামাহাল গ্রামে সঞ্জয় তাঁতি নামে এক দুষ্কৃতী এলাকায় নতুন করে বোমা বাঁধছে এমনটাই খবর আসে ময়না থানার পুলিশের হাতে। এরপরই ময়না থানার বিশাল পুলিশবাহিনী রবিবার রাতে হানা দেয় ওই গ্রামে। এরপর পুলিশের হাতে ধরা পড়ে বিজেপি সমর্থিত সঞ্জয় তাঁতি। 

 ময়না থানার গোড়ামাহাল গ্রাম থেকে আগ্নেয়অস্ত্র সহ গ্ৰেপ্তার হয় সঞ্জয় তাঁতী।

 ওই ব্যক্তির কাছ থেকে একটি আগ্নেয়অস্ত্র, ৯ এম.এম পিস্তল ও তার সাথে ১৩ রাউন্ড গুলি,৪৫ টি লাইফ বোমা( পেটো) ও বোমা বাঁধার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সোমবার সঞ্জয়ের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে ফের ওই এলাকায় হানা দেয় পুলিশ।তবে সকালে হানা দিয়ে আরো বোমা উদ্ধার হয়।তাতেকরে মোট ৯৫ টি বোমা ও ১৫ কেজি বোমাতৈরীর উপকরন উদ্ধার করে ময়না থানার পুলিশ।সোমবারই ওই ব‍্যক্তিকে তমলুক কোর্টে তোলা হয়।ময়না থানার পক্ষ থেকে ঐ ব‍্যক্তিকে পুলিশি রিমান্ডে আবেদন জানায়। পুলিশ সূত্রে খবর এর আগেও সঞ্জয় তাঁতীকে গ্ৰেপ্তার করা হয়েছিলো।


তার মোবাইল থেকে নানা তথ্য পাওয়া যাচ্ছে বলে জানান ময়না থানার ওসি গোপাল পাঠক।তিনি জানান, সঞ্জয়ের মোবাইলের সূত্রধরে আরো নেতৃত্ব স্থানীয় ব্যক্তির সাথে যোগাযোগ রয়েছে বলে জানান।মোবাইলটি ফরেনসিকের জন্য পাঠানো হচ্ছে। জানাগেছে এই সঞ্জয় তাঁতি বিজেপি সমর্থক ছিলো। সোমবার সন্ধ্যায় ময়নায় সাংবাদিক বৈঠক করে জানান ময়না থানার ওসি গোপাল পাঠক।