Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

।।আমরা একে অপরের প্রতি নির্ভরশীল।।          -----স্বপন বারুই            তারিখ--১৬/৬/২২বড় বাবু বড়শি নিয়ে  বড় পুকুরে যায়টোপ ফেলে টান মেরে   মাছ তুলে ডাঁঙায়।
ঝপা ঝপ মাছ ধরেবালতিতে করে রাখেগাছের উপর মাছরাঙা তাককরে তাকিয়ে থাকে।
গ…

 


।।আমরা একে অপরের প্রতি নির্ভরশীল।।

          -----স্বপন বারুই

            তারিখ--১৬/৬/২২

বড় বাবু বড়শি নিয়ে

  বড় পুকুরে যায়

টোপ ফেলে টান মেরে

   মাছ তুলে ডাঁঙায়।


ঝপা ঝপ মাছ ধরে

বালতিতে করে রাখে

গাছের উপর মাছরাঙা তাক

করে তাকিয়ে থাকে।


গাছের ডালে বসে মাছরাঙা

মনে মনে ভাবে

বড় বাবু পুকুর করবে কি খালি

সব মাছ ধরে নিয়ে যাবে!


বড় বাবু যেই বিড়ি

জ্বালাতে অমনি যায়

ছোঁ মেরে ঝপাং করে

মাছ নিয়ে পালায়।


মাছের গন্ধে মেছো বিড়াল

গন্ধ শুঁকে আসে

নখ মেরে ঝপাং করে

সে নিয়ে যায় ক্ষেতের পাশে।


বিড়ি খেয়ে বড় বাবু

এবার সে বলে

অনেক হয়েছে মাছ ধরা

এবার যাবো চলে।


বালতি ভরে বড় বাবু

মাছ যাচ্ছে নিয়ে

হঠাৎ তার দৃষ্টি পড়ল

শবেদা গাছটি যাচ্ছে শুকিয়ে।


বৃক্ষটি ও ভেবেছিল মনে আমি

বোধহয় অকালে পড়বো মারা

বৃষ্টি আমার ডাকে দেয়নি সাড়া

তাই ফাটল ধরেছে ধরা।


বড় বাবুর বিশাল হৃদয়

ঢাললো বৃক্ষের গোড়ায় জল

তেষ্টা মেটায় তৃপ্ত মনে

আঁখি করে ছল ছল।


বড় বাবু এক বিকেলে

তার বাগানেতে যায়

অসহ্য গরমে অস্হির হয়ে

বসে বৃক্ষের ছায়।


বৃক্ষ দেখে বড় বাবু

বসেছে তার গোড়ায়

পাতা দিয়ে সূর্যের আলো কে

আড়াল করে দেয়।


ধানের ক্ষেতে ধান তো 

আমরা অনেকেই ঝাড়াই

সব ধান কি ঘরেতে আমরা

বলো আনতে পারি কি ভাই!


পড়ে থাকা অবশিষ্ট ধান

পাখিরা কুড়িয়ে কুড়িয়ে খায়

আমরা একে অপরের প্রতি

নির্ভরশীল এর থেকে বোঝা যায়।।