Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা :---আষাঢ়ের বর্ষাকলমে:---বামাপদ মণ্ডলতারিখ:---১৬/০৬/২০২২
গ্রীষ্মের প্রচন্ড দাবদহে মানুষের যখন ওষ্ঠাগত প্রাণ,কাদম্বিনীর আবির্ভাবে মৃদুমন্দ বহিছে শান্ত সমীরণ।নিকষ কালো জলধরের উপর খেলা করে সৌদামিনী,নিরব ব্যথা…


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা :---আষাঢ়ের বর্ষা

কলমে:---বামাপদ মণ্ডল

তারিখ:---১৬/০৬/২০২২


গ্রীষ্মের প্রচন্ড দাবদহে মানুষের যখন ওষ্ঠাগত প্রাণ,

কাদম্বিনীর আবির্ভাবে মৃদুমন্দ বহিছে শান্ত সমীরণ।

নিকষ কালো জলধরের উপর খেলা করে সৌদামিনী,

নিরব ব্যথায় ব্যথিত হয়ে অসময়ে অস্তাচলে দিনমণি।

সহসা তিমির আসি গ্রাস করল গোটা বসুন্ধরা,

আজ অঝোর ধারায় ঝরিছে ধরায় সলিলধারা।

কুলিশ আসি ঘনঘন হুংকার ছাড়ে গগনে তড়িৎ বেগে,

নীরদবরণ আশমান আজ উঠেছে ক্ষিপ্ত হয়ে রেগে।


কৃষক ভাবে হবে মোদের আশাপূর্ণ করব বর্ষবরণ,

বর্ষার আগমনে আনন্দে নৃত্য করে মানুষের আবেগি মন।

বারিদের সাথে পবন আসি নাচিছে উদ্দাম নৃত্য,

নিমেষে সলিল দরদর বেগে পাল্টে দিল ধরনীর চিত্র।

আজ তীব্র বেগে হুংকার ছাড়ে অম্বরে অম্বরে ক্ষণপ্রভা,

অম্বুদের গর্জন পবনের কোলাহলে দেখা যায় তার আভা।

সলিল-অনিল দিয়েছে আজ ধ্বংসলীলায় মন,

যেন ধরিত্রী রসাতলের নৃত্য করছে আজ ত্রিলোচন।


ছোট্ট মাতৃহারা গাভী বৎস্য  দৌড়াচ্ছে ঊর্ধ্বশ্বাসে,

হাম্বা-হাম্বা রবে ক্রন্দন করে ডাকে সে তার মাকে।

ভীতসন্ত্রস্ত হয়ে এসে জুটেছে চারিধারে দেখে দেখে,

কেহ কি তাকে ফিরিয়ে দেবে হারানো মায়ের কাছে?

আকাশে বারি যাচে চাতক সেও আজ অতি ভীত,

সঙ্গী তাহার দামিনীর গ্রাসে হয়েছে সঙ্গীহারা মৃত।

নর-নারী আবালবৃদ্ধবনিতা বন্ধ গৃহের কোণে,

অসহায় নীড়হারা পক্ষীকুল চেয়ে আছে দূর গগনের পানে।


নিমেষে ভরিল বৃষ্টি ধারায় পল্লীর প্রান্তর পথঘাট,

নদী-নালা খালা-খন্দ পুকুর-ডোবা পাল্টেছে ধরণীর পট।

আষাঢ়ের বাদল নেমেছে আজ চারিদিকে জলে ভরা,

কল্লোলে কোলাহলে ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী হয়েছে আত্মহারা।

বারিদবরণ মলিন হয়েছে এখন পরিষ্কার মেঘমুক্ত আকাশ,

স্তব্ধ হয়েছে বজ্রধ্বনি শান্ত মৃদুমন্দ হাস্যময় বাতাস।

পদ্মপাতায় জল টলমল করছে পুষ্করিণীর মাঝে,

নীল পরীরা হেথায় এসে যেন ডাকছে কোকনাদে।


সন্ধ্যা নামিল আকাশ জুড়ে ভরেছে তারাদের হাসি,

দূর গগনে ধীরে ধীরে উদয় হল শান্ত মনে শশী।

বর্ষার জলধারায় তৃপ্ত প্রাণী উদ্ভিদ হাসিতে ভরেছে মেদিনী,

তটিনীর বক্ষে খেলা করে বেড়ায় কতশত লহরী।

জোনাকির ক্ষীণ রশ্মি ভেদ করে তিমির রজনী,

সুধাকরের স্নিগ্ধ দ্যুতি উজ্জ্বল করিল যামিনী।

আষাঢ়ের বৃষ্টিতে আনন্দিত পল্লীর নরনারী কৃষককুল,

সন্ধ্যাপ্রদীপ জ্বেলে পালন করবে নিশিদিন বর্ষামঙ্গল।