Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিষয় ছড়াশিরোনামঃ মেঘা রানীকলমে অণিমা গুছাইত।
কে মেরেছে কে বকেছেকে দিয়েছে গালতাই তো দেখি মেঘা রানী কাঁদেসন্ধ্যা সকাল বিকাল।
কে মেরেছে কে ধরেছেকে ফেলেছে ফাঁদেতাইতো আমার মেঘা রানীশুধুই দেখি কাঁদে।
কে বকেছে কে ভুলে…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিষয় ছড়া

শিরোনামঃ মেঘা রানী

কলমে অণিমা গুছাইত।


কে মেরেছে কে বকেছে

কে দিয়েছে গাল

তাই তো দেখি মেঘা রানী কাঁদে

সন্ধ্যা সকাল বিকাল।


কে মেরেছে কে ধরেছে

কে ফেলেছে ফাঁদে

তাইতো আমার মেঘা রানী

শুধুই দেখি কাঁদে।


কে বকেছে কে ভুলেছে

কে দেয়নি খেতে,

তাই তো দেখি মেঘা রানী

কাঁদে দিনে রেতে।


কে করেছে  বারণ

কে করেছে মানা,

তাইতো আমার মেঘা রানী

ফেলে চোখের অমন মুক্ত দানা।


কে বকেছে কে ধরেছে

কে বাসেনি ভালো,

মেঘা রানীর মুখটি ভার

মুখটি দেখি কালো।


কারা করেছে কারা বকেছে

কারা এসবের কারণ,

নীল খামেতে চিঠি পাঠিয়ে দিও

লিখে দিও বিবরণ।