Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম -"মেঘলা আকাশ " কলমে-টিঙ্কু ঘোষ (মিষ্টি) তারিখ - ৪/৭/২০২২ 
আজ সারাদিন মেঘলা আকাশ, ভালোলাগে না কোনো কিছুই। রিমঝিম রিমঝিম বৃষ্টি নামবে কখন হবে শুরু, শোনা যায় মাঝে মাঝে মেঘের গর্জন ধ্বনি। ভয়ে আমি বসে আছি বিছানায়, …

 


শিরোনাম -"মেঘলা আকাশ " 

কলমে-টিঙ্কু ঘোষ (মিষ্টি) 

তারিখ - ৪/৭/২০২২ 


আজ সারাদিন মেঘলা আকাশ, 

ভালোলাগে না কোনো কিছুই। 

রিমঝিম রিমঝিম বৃষ্টি নামবে কখন হবে শুরু, 

শোনা যায় মাঝে মাঝে মেঘের গর্জন ধ্বনি। 

ভয়ে আমি বসে আছি বিছানায়, 

সন্ধ্যা নামলে অন্ধকারে ভূতের ভয়, 

তার উপর মেঘের গর্জনে ভয় পেয়ে আঁকড়ে ধরবো! তার কোনো উপায় নেই । 

তুমি নেই কাছে - - - - - - - 

ভীষণ রকম ব্যথা সারাদিন বাজে বুকের মাঝে ।

বৈশাখের প্রখর দাবদাহের কিছুটা তাপমাত্রা কমে গেছে, 

এমনি করে বেঁচে থাকার কি মানে আছে? 

আবার হলো শুরু মেঘের গুরু গুরু বিকেল জুড়ে, 

পশ্চিম আকাশে সূর্য যখন রক্তিম গোধূলির রঙে মেশে, 

তোমার সুন্দর হৃদয় অনুভব করি ঘরে বসে। 

আমার উপলব্ধি তোমার ঐ ছন্দপতনে, 

আমার আর কোনো কবিতার কথা মনে পড়ে না। 

ছন্দ আমার হারিয়ে গেছে তুমি নেই বলে, 

অভিযোগ করছি না অনিঃশেষ শুধু দিয়ে যাওয়া। 

আমি আর বেঁধে রাখবো না অনুভূতিতে, 

আমি আজ আর কোথাও নেই----------।

প্রস্ফুটিত সৌরভ আজ আর আমার মধ্যে নেই, 

তোমার বিচরণ অন্যদিকে মধু সংগ্রহ করতে ব্যস্ত, 

মধু আহরণে ভ্রমর ঘুরে ফিরে বেড়ায় চারিধার,

আমার চারপাশে কেবলই অন্ধকারে ভূতের ভয়।

🤜🤛❤️❤️মিষ্টি ❤️❤️🤜🤛