সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা
শিরোনাম :- রথচক্র কলমে: বিনয় ভট্টাচার্য্য ০৩জুলাই ২০২২
এক কায়মনে মিলিয়ে লক্ষ হাতরথের রশিতে মারো টান একসাথসুভদ্রা,বলরাম সাথে চলবে এগিয়ে জগন্নাথ।
জীবনরথও চলবে এগিয়ে মসৃণ পথেবাধার পাহাড় ঠেলেজ্বালাযন্ত্রণার…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা
শিরোনাম :- রথচক্র
কলমে: বিনয় ভট্টাচার্য্য
০৩জুলাই ২০২২
এক কায়মনে মিলিয়ে লক্ষ হাত
রথের রশিতে মারো টান একসাথ
সুভদ্রা,বলরাম সাথে চলবে এগিয়ে জগন্নাথ।
জীবনরথও চলবে এগিয়ে মসৃণ পথে
বাধার পাহাড় ঠেলে
জ্বালাযন্ত্রণার হোক অবসান ঐক্যের পথে চলে।
যোগ দাও সবে রথযাত্রার মিলনযজ্ঞে
ধনী দরিদ্র,জাতপাত আদি বর্ণবিভেদ ভুলে।
রত্নখচিত সিংহাসন ছেড়ে জগতের নাথ
এসেছেন নেমে ভাইবোন সহ আমজনতার মাঝে, চলেছেন অবারিত রাজপথে
সহস্রবাধা ঠেলে জনতার রথ চলুক অবিরাম একই সুত্রে গেঁথে
সহস্রমন মিলুক হেথায় ভক্তি ও প্রেমে মহামানবের স্রোতে
রথচক্র চলুক অবিরাম ঐক্যবন্ধনে, সর্বজনীন লক্ষ্যপূরণে সুখসমৃদ্ধির পথে।
*****