Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সেদিনের কথা বড্ড মনে পড়ে রচনায়ঃ দেলোয়ার হোসেন তাং০১/০৬/২২ইং
তোমার প্রথম সংলাপে হারিয়ে গিয়েছিলাম বহুকাল, হৃদয়ের মনি কোঠায় গেথে যাওয়া নষ্টালজিক মুহুর্তগুলো রয়ে গেলো অনন্তকাল। 
গত ভালোবাসা দিবস আজো চোখেরসামনে ভেসে উঠলো সহসা, কতো খুনসু…

 


সেদিনের কথা বড্ড মনে পড়ে 

রচনায়ঃ দেলোয়ার হোসেন 

তাং০১/০৬/২২ইং


তোমার প্রথম সংলাপে 

হারিয়ে গিয়েছিলাম বহুকাল, 

হৃদয়ের মনি কোঠায় গেথে যাওয়া 

নষ্টালজিক মুহুর্তগুলো রয়ে গেলো অনন্তকাল। 


গত ভালোবাসা দিবস আজো চোখের

সামনে ভেসে উঠলো সহসা, 

কতো খুনসুটি হাসি উল্লাসে সমুদ্রের উচ্ছ্বাসে

রংঙ্গিন মায়ায় ডুবা ভাসা। 


কতো রঙিন স্বপ্নের ধাবমান ইচ্ছেরা মেঘোমালার মতো ভেসে বেড়ায় মনে আকাশে, 

রক্ত জবা, শিমুল পলাশের রংয়ে রাঙ্গানো 

মুহুর্তগুলো অনেক অজানা ফুলের নামে সহসা হাসে। 


জীবন্ত উচ্ছ্বাসগুলো পেন্ডুলামের ঘড়ির মতো 

টিক টিক টিক শব্দে সময়ের ক্ষেপণাস্ত্রের মতো, 

জীবন্ত ইচ্ছেদের দল, ডানা মেলা গাঙচিল 

টিয়ে ময়না, দোয়েল কয়েলের সুরে আজো যেনো অক্ষত।


গোধুলির নিলাভ শোভা, রঙ্গিন মখমলে নিরব হেঠে চলা দুজনার নিঃশ্বাস প্রকৃতির 

অধরাতে অমলিন, 

মনের সুপ্ত বাহানা একটু ছুয়ে দেওয়া উচ্ছ্বাসের রেশ রয়ে যায় বহুক্ষণ বহুকাল,

একই প্রাপ্তিতে আসীন। 


তোমায় নিয়ে হয়তো সমুদ্র দেখিনি, হয়তো মমতাজের ইচ্ছে গড়া তাজমহলের স্বপ্ন ও 

হয়তো দেখিনি, 

সময় চলে যায় প্রকৃতির সজিব নিঃশ্বাসে গড়া মননে, না বলা অনেক কথা মনোমন্দিরে ভেসে ওঠে। 


আজ তোমাকে নিয়ে কোনো কবিতা লিখবোনা, তোমায় নিয়ে লিখতে গেলে 

কলমের কালী শেষ হয়ে যায়,  

তোমায় নিয়ে গান গাইতে গেলে চোখের কোনো দুপোঠা অশ্রু গড়িয়ে পড়ে বটে, 

তবুও গেয়ে যাই অতৃপ্ত উচ্ছ্বাসে।