Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন#বিভাগ_কবিতা #শিরোনাম_একতার_জয়গান#কলমে_অসীম_মজুমদার#তারিখ_০১_০৭_২২
চিলেকোঠায় জমানো অতীত, শৈশব স্মৃতি অযত্নে পড়েরথের ধ্বজা দিচ্ছে উঁকি, এক কোণায় অবহেলায় অগোচরে।বয়েস বাড়ার সাথে সাথে, বারবার পিছু ডাকে ছোটবে…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন

#বিভাগ_কবিতা 

#শিরোনাম_একতার_জয়গান

#কলমে_অসীম_মজুমদার

#তারিখ_০১_০৭_২২


চিলেকোঠায় জমানো অতীত, শৈশব স্মৃতি অযত্নে পড়ে

রথের ধ্বজা দিচ্ছে উঁকি, এক কোণায় অবহেলায় অগোচরে।

বয়েস বাড়ার সাথে সাথে, বারবার পিছু ডাকে ছোটবেলা

জীবন লড়াইয়ে ভুলে যাওয়া দিন, একান্তে করে খেলা।


মন বলে, চল না যাই, একবার ফিরে ছোটবেলায়

মা-বাবার সাথে হাতটি ধরে, ঘুরবো রথের মেলায়।

শ্রী জগন্নাথ দেখে ছোট্ট হাতে করবো আবার নমো,

বলবো ঠাকুর, দুষ্টু করবো না, আর একবার ক্ষমো।


তারপর তো মজাই মজা, জিলিপি আর পাঁপড় ভাজা

খেলনা কেনার বায়না শুধু, ভেঁপু বাঁশি পেলেও রাজা।

বাবা শেখাতেন কিনতে হবে, আরো দশটা ভেঁপু বাঁশি

যাদের নেই তাদের বিলিয়ে, পাবে আনন্দ রাশি রাশি।


বাবা-কাকা সাজাতো দু'তলা রথ, রঙিন কাগজ মোড়া

উপরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা - সাথে ফুলের তোড়া।

পাড়ার রাস্তায় বন্ধুরা মিলে, রথের দড়িতে একসাথে টান

গুজিয়া প্রসাদের স্বাদে মিশে আছে, একতার জয়গান।