Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতার শিরোনাম:হচ্ছেটা কিকলম:অরিজিৎ ঘোষ (৩০/০৬/২০২২)
চাকরি এল চাকরি গেল,করলো বোলে ভুল,ধন হারালো মান হারালো,ভাঙ্গা নদীর কূল।দিলো যারা মরলো তারা,খেলো যারা চুপ,আইন কানুন আজবরে ভাই,কঠিন ইহার রূপ।সর্বনাশের একি খেলা,চ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতার শিরোনাম:হচ্ছেটা কি

কলম:অরিজিৎ ঘোষ (৩০/০৬/২০২২)


চাকরি এল চাকরি গেল,করলো বোলে ভুল,

ধন হারালো মান হারালো,ভাঙ্গা নদীর কূল।

দিলো যারা মরলো তারা,খেলো যারা চুপ,

আইন কানুন আজবরে ভাই,কঠিন ইহার রূপ।

সর্বনাশের একি খেলা,চলছে এখন দেশে,

সৎ মানুষে করবে কি আর,যাবেই তারা ভেসে।

প্রতারণার চলছে এখন,ভানুমতির খেলা,

তোমার আমার দীর্ঘশ্বাসে,কাটছে শুধু বেলা।

শাসক যারা অসৎ তারা,হচ্ছে তাহাই প্রমাণ,

আমরা তবু আশায় থাকি,গাইছি বাঁচার গান।

উৎকোচ সব খাচ্ছে দেদার,পেট করছে ঢাক,

ওতে পেতে সব বসেই আছে,একটু পেলেই ফাঁক।

তোমার আমার জীবন এখন,তুলছে নাভিশ্বাস,

মরেই তবু টিঁকে আছি,খুজছি বাঁচার আশ।

চাকরি যাদের গেল চলে,তারা এখন পাগল,

অসৎ পথে দিলো যারা,তাদের মুখোশ খোল?

ঘুষখাওয়া আর ঘুষদেওয়া ভাই,দুটোই সমান পাপ,

দিয়ে সবাই জব্দ হল,করলোনা কোর্ট মাফ।

খেলো যারা খাচ্ছে হাওয়া,কোথায় গেল আইন?

খোশমেজাজে ঘুরছে তারা,একেকটি সব 'মাইন'।

আইন যখন ছোঁবে তাদের,ফাটবে গুড়ুম করে,

পাপের পাহাড় প্রকাশ পাবে,সত্যের পথ ধরে।

চাকরি যাদের গেল চলে,মুখ দেখানো ভার,

জীবন যুদ্ধে হেরেই গেল,দোষটা দেবে কার?

সম্মান সব ধুলোয় মিশে,খাচ্ছে গড়াগড়ি,

আইন চলে নিজের মতে,চলছে ধরাধরি।

নিজেকে সব সৎ ভেবে ভাই,খুঁজছে পরের দোষ,

ভালো লোকে ফুঁসছে এবার,বাড়ছে তাদের রোষ।

এমনি করেই চলেরে ভাই,সভ্যতার এই চাকা,

সত্য বিনা মিথ্যা পথে,জীবন আসল ফাঁকা।

স্বজনপোষণ দুর্নীতিতে,দেশের একি হাল,

সূঁচ গলেনা যেই খানেতে,চলছে সেথা ফাল।

শিক্ষার মান নামছে নিচে,পড়াশোনা বেকার?

ভালো ছেলে বেকার থাকে,ঘুষ পার্টি সব সাকার।

পড়াশোনা করছে যারা,শক্ত মেরুদন্ড,

প্রতারণার ছলে বলে,জিতছে এখন ভন্ড।

এমনি করেই চলছে এখন,দিনের পর দিন,

শাসকরা সব রং পাল্টায়,গা করে ঘিনঘিন।

পরিশ্রমের মূল্য কোথায়,চলছে লুটের রাজ,

দেশকে চুষে খাচ্ছে যারা,পড়ুক মাথায় বাজ।

কলির শেষে কি যে হবে,বোঝাই বড় দায়,

হয়তো তখন দেখবে মানুষ,মানুষ বেচেই খায়।