Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত‍্য যাপনবিবেকানন্দের তিরোধান দিবসে শ্রদ্ধাঞ্জলি....কবিতা বিবেক দর্শন বী রে ন আচা র্য্য ৪ঠা জুলাই, ২০২২ 
বিবেক দর্শন —-----------বিশ্বাস কর! তোমাকে রোজ দেখি …যখন রাতের আধার ঠেলে ভোরের সূর্যিটা ওঠে এক ঝাঁক সোনালী আলোয় ;…

 


সৃষ্টি সাহিত‍্য যাপন

বিবেকানন্দের তিরোধান দিবসে শ্রদ্ধাঞ্জলি....

কবিতা 

বিবেক দর্শন 

বী রে ন আচা র্য্য 

৪ঠা জুলাই, ২০২২ 


বিবেক দর্শন 

—-----------

বিশ্বাস কর! তোমাকে রোজ দেখি …

যখন রাতের আধার ঠেলে ভোরের সূর্যিটা ওঠে 

এক ঝাঁক সোনালী আলোয় ;

তুমি মিটি মিটি হাসো ।

বিশ্বাস কর ! তোমাকে রোজ দেখি…

যখন মাথার ওপর সূর্যিটা থাকে 

নিজের ছায়াটা তখন পদতলে ; 

আমি বুঝি তুমি আছো, আমি আছি -

বিবেক, কর্তব‍্য, মনুষ‍্যত্ব ঠিক আছে । 

ছায়াটা যখন মানুষের থেকে দীর্ঘ হয় 

তখন নিশ্চিত সূর্যিটা অস্তাচলগামী; 

মনুষ‍্যত্বের গোধূলিতে 

হারিয়ে যায় বিবেক।

বিশ্বাস কর !

যখন সন্ধাতারা ওঠে পশ্চিমাকাশে 

অনুভবে অস্তিত্ব খোঁজা; 

পুবাকাশে শুকতারা হয়ে জ্বলজ্বল করে বিশ্বাস-

বুঝি নতুন দিনের স্বপ্নে বিভোর ; 

বিশ্বাস কর ! বিভোর তো হতে চাই, 

তাই রোজ, রোজ দেখি- ঘটুক বিবেক দর্শন।

           —-------×—-------