Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন বিভাগ :- কবিতা শিরোনাম :- শিক্ষা গুরুর অবদান কলমে:- প্রদীপ হালদারতারিখ :- ০৩/০৭/২০২২---------------@@-------------
আমার জীবনের অমূল্য ধনযাহা কিছু অবদান স্রষ্টা এবং পিতামাতার পরে তোমারী ছিলো দান।
শিক্ষক হলেন আলোর…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

বিভাগ :- কবিতা 

শিরোনাম :- শিক্ষা গুরুর অবদান 

কলমে:- প্রদীপ হালদার

তারিখ :- ০৩/০৭/২০২২

---------------@@-------------


আমার জীবনের অমূল্য ধন

যাহা কিছু অবদান 

স্রষ্টা এবং পিতামাতার পরে 

তোমারী ছিলো দান।


শিক্ষক হলেন আলোর দিশারী 

নির্ভীক অভিযাত্রী

শিক্ষকের দানে জ্ঞানের সুধা 

আহরণ করে সকল ছাত্রছাত্রী।


শিক্ষক জাতি থাকে মতি

জ্ঞান ছড়ানোর চাষে

শিক্ষক জাতির জ্ঞানের মহীমা

বিশ্ব ভান্ডারে ভাসে।


অন্ধকারে আলোর মশাল

জ্বালিয়ে দাও তুমি 

অনুর্বর মরুভূমিও

সুজলা সুফলা কর তুমি।


শিক্ষক হলেন জ্ঞানের প্রদীপ 

শিক্ষককে করো মান‍্য

শিক্ষকের আশীর্বাদ মাথায় নিও

জীবন হবে ধন‍্য।


শ্রদ্ধা জানাই বিশ্ব মাঝে 

শিক্ষা গুরু যত

সহস্র বার প্রনাম জানাই 

মাথা করি নত।


শিক্ষা জাতির মেরুদণ্ড 

শিক্ষকই তার স‍ৃজন

শিক্ষককে যে নিন্দা করে 

সেজন জাতির কুজন।


শিক্ষা জাতির মেরুদণ্ড 

শিক্ষক জ্ঞানের প্রতীক 

শিক্ষক হলো পথ প্রদর্শক 

পথ দেখান সঠিক।


শিক্ষক হলো অনন্ত কালের 

জ্ঞান ভান্ডারের এক বোঝা 

সল্প কষ্টে বাঁধনের কৌশল 

করে দেন অতি সোজা।


শিক্ষক হলো শ্রদ্ধার পাত্র

জ্ঞান দানে থাকে রত

শিক্ষককে শ্রদ্ধা করো

মাথা কর নত।


জ্ঞানের আলো উঠুক জ্বলে

শিক্ষা অমূল্য ধন

শিক্ষিত জাতি পৃথিবীর বুকে 

বয়ে আনে কল‍্যাণ।

         -: সমাপ্ত:-