Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম: চলে যাওয়া কলমে:রঞ্জিত কুমার রায় তারিখ:০৩/০৭/২০২২
ভুল বুঝে চলে গেলে হৃদয় থেকে অনেক দূরে, কেন এত রাগ কিছুতেই বুঝিনা। আর হয়তো হবে না দেখা কোনদিন,পাবে না আর আমায় কোন দিন ।
অনেক জিনিসই ভাঙলে জোড়া দেওয়া …

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম: চলে যাওয়া 

কলমে:রঞ্জিত কুমার রায় 

তারিখ:০৩/০৭/২০২২


ভুল বুঝে চলে গেলে হৃদয় থেকে অনেক দূরে, কেন এত রাগ কিছুতেই বুঝিনা। আর হয়তো হবে না দেখা কোনদিন,পাবে না আর আমায় কোন দিন ।


অনেক জিনিসই ভাঙলে জোড়া দেওয়া যায়, মন ভাঙলে সেখানে আর তো কিছুই করার নাই।ভাঙ্গা মন লাগে না তো জোড়া,অনেক বার ভেঙে ভেঙে হয়ে গেছে খান খান।


ভুল বুঝে রাগ করা, আর ভুল বুঝে চলে যাওয়া খুব ভালো নয়।আর ফিরে আসার নেইতো মন থাকো তুমি, তোমার নিজের মতো করে।


নিজে যেটা বুঝবে ভালো, সেটাই তুমি করো,যাকে খুশী তাকে নিয়েই থাকো।আমার আর চাইনা কিছু এভাবেই চলে যেতে চাই।


থাকবে পড়ে কিছু স্মৃতি কিছু ব‍্যাথা যদি মনে পড়ে, তখন হয়তো দু চারদিন ফেলবে চোখের জল।ভুলে যাবে ধীরে ধীরে একবার চলে গেলে আর আসবে না কেউ ফিরে।


@স্বত্ব সংরক্ষিত