Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুর্নীতির অভিযোগে গ্রেফতার অধিকারী পরিবার ঘনিষ্ঠ ইঞ্জিনিয়ার দিলীপ চৌহান

কাঁথিঃ পথবাতি প্রকল্পে দুর্নীতি অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন অধিকারী পরিবারের ঘনিষ্ঠ কাঁথি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ চৌহান। কিন্তু শেষ রক্ষা হল না! মঙ্গলবার রাত্রি দশটা নাগাদ কাঁথির বাড়ি থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জ…



কাঁথিঃ পথবাতি প্রকল্পে দুর্নীতি অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন অধিকারী পরিবারের ঘনিষ্ঠ কাঁথি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ চৌহান। কিন্তু শেষ রক্ষা হল না! মঙ্গলবার রাত্রি দশটা নাগাদ কাঁথির বাড়ি থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করে কাঁথি থানার পুলিশ। এমনটাই সূত্র মারফত জানাগেছে। কাঁথি পুরসভা পথবাতি প্রকল্পে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। দুর্নীতির নাম জড়িয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই কাঁথি পুরসভা প্রাপ্তন পুরপ্রধান সৌমেন্দু অধিকারী,  পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ চৌহান সহ অন্যান্যরা।


নবান্ন নির্দেশে তদন্ত শুরু করেন আধিকারিকেরা৷ তদন্ত কমিটিও গঠন করে। তদন্ত কমিটিতে ছিলেন অতিরিক্তি জেলা শাসক পূর্ব মেদিনীপুর শ্বেতা আগরওয়াল, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীন) মানব সিংলা, মহকুমা শাসক আদিত্য বিক্রম মোহন , মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, কাঁথি থানার আই সি অমলেন্দু বিশ্বাস সহ প্রশাসনিক কর্তারা।