Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

যেখানে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে সেখানে এগিয়ে এল "এমারজেন্সি ব্লাড ফাউন্ডেশন"

মেদিনীপুর জেলার সদর ব্লকের অন্তর্গত কালগাঙ, মালিয়াড়া অঞ্চলের বাসিন্দা প্রশান্ত সাহুর কন্যা প্রীতি সাহু এই বছর মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে পাহাড়িপুর বালিকা বিভাগে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়, কিন্তু টোটোচালক বাবার পক্…



মেদিনীপুর জেলার সদর ব্লকের অন্তর্গত কালগাঙ, মালিয়াড়া অঞ্চলের বাসিন্দা প্রশান্ত সাহুর কন্যা প্রীতি সাহু এই বছর মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে পাহাড়িপুর বালিকা বিভাগে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়, কিন্তু টোটোচালক বাবার পক্ষে বিজ্ঞান বিভাগের বই কেনা সামর্থ্যের বাইরে হয়ে পারে তাই তারা বহু যায়গায় সাহায্যের আবেদন করেন কিন্তু প্রতিটি যায়গা থেকে তাদের শূণ্য হাতে ফিরতে হয়, ওনারা তারপরেই এলাকার জনৈক কাজের ছেলে উজ্জল মাইতির সাথে যোগাযোগ করেন উজ্জল এই আবেদন নিয়ে ছুটে যান এমারজেন্সি ব্লাড ফাউন্ডেশনের সভাপতি তথা সমাজকর্মী রাহুল কোলের কাছে রাহুল বাবু সাথে সাথে আশ্বাস দেন যে ওনারা পুস্তক গুলি মেধাবী মেয়েটিকে দেবেন, ওনাদের কথা মতো কাজ আবেদনের সাত দিনের মধ্যে আজকে বিকেলে রাহুল কোলে সহ এমারজেন্সি ব্লাড ফাউন্ডেশনের সম্পাদক শুভ্নীল সাহু,সহ সৌমেন হেলানী, সুব্রত ঘোষ প্রত্যেকে ছাত্রীটির বাড়ী পৌছে বিজ্ঞান বিভাগের সমস্ত পুস্তক গুলি এলাকার মানুষের উপস্থিতিতে পরিবারের হাতে তুলে দিয়ে প্রীতিকে তার সাফল্যের আরেক ধাপে উন্নীত করেন ।