Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে ৫০ তম বর্ষ শারদোৎসবের সূচনা কোলাঘাটে

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এর সংকেত এবং ছাত্রসংঘ পরিচালিত দুর্গাপূজা এই বছর ৫০ বছরে পরলো। এক বিরল কর্মসূচির মাধ্যমে পুজোর সুবর্ণজয়ন্তী বর্ষের সূচনা করলো আয়োজক সংস্থা। রাজ্যের ১২ টি জেলার…

 

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট


পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এর সংকেত এবং ছাত্রসংঘ পরিচালিত দুর্গাপূজা এই বছর ৫০ বছরে পরলো। এক বিরল কর্মসূচির মাধ্যমে পুজোর সুবর্ণজয়ন্তী বর্ষের সূচনা করলো আয়োজক সংস্থা। রাজ্যের ১২ টি জেলার ১৬৭ জন মানুষ যারা বিভিন্ন পথদুর্ঘটনায় দুর্ভাগ্যবশত হাত-পা হারিয়েছেন চিরতরে তাদের জন্য সম্পূর্ণ বিনা ব্যয়ে অঙ্গ প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হলো। পূর্ব পশ্চিম মেদিনীপুর, হুগলি, বর্ধমান, দুই ২৪ পরগনা, হাওড়া, বাঁকুড়া ,পুরুলিয়া, নদীয়া মুর্শিদাবাদ ইত্যাদি জেলা থেকে প্রায়১৭৭ জন ক্ষতিগ্রস্ত মানুষ উপস্থিত হয়েছিল। নির্বাচিত হয়েছেন ১৬৭ জন। আয়োজকদের পক্ষে সন্তু হাজরা বলেন আগস্টের ৩ থেকে ৮ তারিখ পর্যন্ত কলকাতা এবং বিভিন্ন রাজ্যের দক্ষ কারিগর রা কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন করবেন । তারকেশ্বরে বাড়ি যুবক প্রশান্ত দুলে মোটরসাইকেল দুর্ঘটনায় একটি পা হারিয়ে অ্যাম্বুলেন্সে ভোররাতেই পৌঁছে যায় এই ক্যাম্পে। ঝাড়গ্রামের সেবায়তন থেকে বাস দুর্ঘটনায় কিশোর মহেশ টুডু, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পা হারানো খড়গপুরের প্রশান্ত মন্ডল ,চন্দ্রকোনার বাসিন্দা বাস চালক ডান পা হারানো সমর দাসের মত বহুদূর থেকে মানুষজন অঙ্গ প্রতিস্থাপন এর উদ্দেশ্যে হাজির হয়েছিলেন। সুন্দরবনের কুমির মাড়ির মত দুর্গম এলাকা থেকে এসেছিল গ্রামের রাস্তার দুর্ঘটনায় বাঁ পা হারানোর কল্পনা মন্ডল। সুবর্ণজয়ন্তী বর্ষের পুজো কমিটির পক্ষে সম্পাদক শ্যামল আদক জানান প্রতিদিন নিয়মিত একটু অসাবধানতার অসচেতনতায় পথদুর্ঘটনায় বহু মানুষ জখম হচ্ছে মারা যাচ্ছেন। মূলত পথ নিরাপত্তার সচেতনতা গড়ে তুলতে এই এই উদ্যোগ। সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে পথসভা কুইজ অংকন প্রদর্শন ইত্যাদি কর্মসূচি গ্রহণ করা হয়েছে । এবার আমাদের ৫০ তম বর্ষ উৎসবের খুঁটি পুজোর আয়োজন করা হলো এই ধরনের কর্মসূচির মাধ্যমে। আগামী দিনে আরও বহু জনহিতকর কাজের পরিকল্পনা করা হচ্ছে।